শয়তানের ডিম
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের বাসিন্দা অর্ণব মুখোপাধ্যায় (৩২)। ভোডাফোন কোম্পানির এই কর্মী গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ ফ্ল্যাটের জানালার কাছে একটি বাসায় কবুতরের আটটি ডিম দেখতে পান। সেই ডিমগুলো সংগ্রহ করে ভাজি করে খান তিনি।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে টাইমস নাউ নিউজের খবরে জানানো হয়, ডিমগুলো সংগ্রহের পর অর্ণবকে সেগুলো ভাজি না করতে বারবার নিষেধ করেন তার স্ত্রী। কিন্তু এরপরও ভাজি খাওয়ার পর অদ্ভুত আচরণ করতে থাকেন তিনি। ঘরের মধ্যে দৌড়াতে দৌড়াতে বলতে থাকেন, তার শরীরে ভূত আছড় করেছে। এ সময় স্ত্রী তাকে থামাতে গেলে অর্ণব দরজা খুলে আটতলা বাসার ছাদ থেকে লাফিয়ে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অর্ণবের স্ত্রী পুলিশের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, আত্মহত্যার আগে দুই দিন চাপে ছিলেন অর্ণব। আত্মহত্যার দিনে তিনি মদ্যপান করেন। আর ডিম খাওয়ার পর শয়তান দেখতে পাওয়ার কথা জানান অর্ণব। এমনকি বাড়িতে চিৎকার করে হাতে ছুরি নিয়ে শয়তানকে তাড়া করছিলেন।
ঘটনার খবর পেয়ে অর্ণবের স্বজনরা কলকাতা থেকে পুনেতে যান। পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করেছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের বাসিন্দা অর্ণব মুখোপাধ্যায় (৩২)। ভোডাফোন কোম্পানির এই কর্মী গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ ফ্ল্যাটের জানালার কাছে একটি বাসায় কবুতরের আটটি ডিম দেখতে পান। সেই ডিমগুলো সংগ্রহ করে ভাজি করে খান তিনি।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে টাইমস নাউ নিউজের খবরে জানানো হয়, ডিমগুলো সংগ্রহের পর অর্ণবকে সেগুলো ভাজি না করতে বারবার নিষেধ করেন তার স্ত্রী। কিন্তু এরপরও ভাজি খাওয়ার পর অদ্ভুত আচরণ করতে থাকেন তিনি। ঘরের মধ্যে দৌড়াতে দৌড়াতে বলতে থাকেন, তার শরীরে ভূত আছড় করেছে। এ সময় স্ত্রী তাকে থামাতে গেলে অর্ণব দরজা খুলে আটতলা বাসার ছাদ থেকে লাফিয়ে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অর্ণবের স্ত্রী পুলিশের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, আত্মহত্যার আগে দুই দিন চাপে ছিলেন অর্ণব। আত্মহত্যার দিনে তিনি মদ্যপান করেন। আর ডিম খাওয়ার পর শয়তান দেখতে পাওয়ার কথা জানান অর্ণব। এমনকি বাড়িতে চিৎকার করে হাতে ছুরি নিয়ে শয়তানকে তাড়া করছিলেন।
ঘটনার খবর পেয়ে অর্ণবের স্বজনরা কলকাতা থেকে পুনেতে যান। পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করেছে।