লেভেল প্লেয়িং ফিল্ড চাইলেন এইচ টি ইমাম
নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের তোলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবির মধ্যে এবার একই দাবি করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। একই দাবি নিয়ে রাতে নির্বাচন কমিশনে চিঠি দেয় আওয়ামী লীগ। এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২০০১ সালের স্টাইলে সংখ্যাল
ঘু নির্যাতনের পথ বেছে নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ওপর হামলা করা হচ্ছে বলে আমাদের কাছে রিপোর্ট আসছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এই ধরনের হামলা ও সহিংসতায় জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের তোলা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবির মধ্যে এবার একই দাবি করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। একই দাবি নিয়ে রাতে নির্বাচন কমিশনে চিঠি দেয় আওয়ামী লীগ। এইচ টি ইমাম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ২০০১ সালের স্টাইলে সংখ্যাল
ঘু নির্যাতনের পথ বেছে নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ওপর হামলা করা হচ্ছে বলে আমাদের কাছে রিপোর্ট আসছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে এই ধরনের হামলা ও সহিংসতায় জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’