সেনাবাহিনীর নামে অপপ্রচারে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনীর বিভিন্ন সংস্থার নামে ‘ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল’ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল সোমবার আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সুনাম ক্ষুণœ করার চেষ্টায় অনলাইনে এসব ‘মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা’ প্রচার করা হচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে সেনা মোতায়েনের প্রথম দিন আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া আইডিগুলোর নাম উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এগুলো ছাড়া অন্য সব ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও ‘প্রপাগান্ডার’ ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম
Bangladesh Army লিঙ্ক www.army.mil.bd ও Joinbangladesharmy.army.mil.bd সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম Bangladesh Army লিঙ্ক facebook.combd.army.mil.bd এবং ইউটিউব চ্যানেলের নাম Bangladesh Army লিঙ্ক www.youtube.comchannel/UC pkg5RjtYqjRbxwL9Gf5Tfw
সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া তথ্য’ সংবলিত পোস্ট শেয়ার না করতেও সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর। আইএসপিআরের ওয়েবসাইটে তিন বাহিনীর ওয়েব লিঙ্ক থাকলেও কোনো বাহিনীর সোশ্যাল মিডিয়া আইডি বা কোনো বাটন নেই। তবে আইএসপিআরের নিজস্ব ফেইসবুক ও ইউটিউব চ্যানেলের সোশ্যাল বাটন সেখানে রয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনীর বিভিন্ন সংস্থার নামে ‘ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল’ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল সোমবার আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সুনাম ক্ষুণœ করার চেষ্টায় অনলাইনে এসব ‘মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা’ প্রচার করা হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে সেনা মোতায়েনের প্রথম দিন আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া আইডিগুলোর নাম উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এগুলো ছাড়া অন্য সব ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও ‘প্রপাগান্ডার’ ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম Bangladesh Army লিঙ্ক www.army.mil.bd ও Joinbangladesharmy.army.mil.bd সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম Bangladesh Army লিঙ্ক facebook.combd.army.mil.bd এবং ইউটিউব চ্যানেলের নাম Bangladesh Army লিঙ্ক www.youtube.comchannel/UC pkg5RjtYqjRbxwL9Gf5Tfw সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া তথ্য’ সংবলিত পোস্ট শেয়ার না করতেও সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর। আইএসপিআরের ওয়েবসাইটে তিন বাহিনীর ওয়েব লিঙ্ক থাকলেও কোনো বাহিনীর সোশ্যাল মিডিয়া আইডি বা কোনো বাটন নেই। তবে আইএসপিআরের নিজস্ব ফেইসবুক ও ইউটিউব চ্যানেলের সোশ্যাল বাটন সেখানে রয়েছে।