নাশকতার মামলা
মানিকগঞ্জে বিএনপি ‘প্রার্থী’ কারাগারে
মানিকগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনে দলটির ‘প্রার্থী’ এস এ জিন্নাহ কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজিরা দিতে যান জিন্নাহ কবির। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির ও বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবদুল হামিদ ডাবলুকে মনোনয়ন দেয় দল। রিটার্নিং কর্মকর্তা তাদের দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করলে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় জিন্নাহ কবিরকে। পরে ডাবলু চাপ প্রয়োগ করলে দল প্রার্থী বদল করে তাকে মনোনয়ন দেয়।
কিছুদিন পর জিন্নাহ কবিরকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। পরে জিন্নাহকে ধানের শীষ প্রতীক দেওয়ার বিরুদ্ধে ১৫ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন জেলা বিএনপির সহসভাপতি ডাবলু। ২০ ডিসেম্বর হাইকোর্টের রায় জিন্নাহর বিপক্ষে গেলে ডাবলু নির্বচনী প্রচার শুরু করেন। ওই রায়ের বিরুদ্ধে গত রোববার আপিল করেন জিন্নাহ। এ আপিল নিষ্পত্তি হওয়ার পরই আসনটিতে প্রার্থী চূড়ান্ত হবে বিএনপির।
শেয়ার করুন
মানিকগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনে দলটির ‘প্রার্থী’ এস এ জিন্নাহ কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজিরা দিতে যান জিন্নাহ কবির। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির ও বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবদুল হামিদ ডাবলুকে মনোনয়ন দেয় দল। রিটার্নিং কর্মকর্তা তাদের দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করলে দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় জিন্নাহ কবিরকে। পরে ডাবলু চাপ প্রয়োগ করলে দল প্রার্থী বদল করে তাকে মনোনয়ন দেয়।
কিছুদিন পর জিন্নাহ কবিরকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। পরে জিন্নাহকে ধানের শীষ প্রতীক দেওয়ার বিরুদ্ধে ১৫ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন জেলা বিএনপির সহসভাপতি ডাবলু। ২০ ডিসেম্বর হাইকোর্টের রায় জিন্নাহর বিপক্ষে গেলে ডাবলু নির্বচনী প্রচার শুরু করেন। ওই রায়ের বিরুদ্ধে গত রোববার আপিল করেন জিন্নাহ। এ আপিল নিষ্পত্তি হওয়ার পরই আসনটিতে প্রার্থী চূড়ান্ত হবে বিএনপির।