বিএনপির ১০ জন ভোটে নেই
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপির ১০ ও স্বতন্ত্র দুজনের প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। এর মধ্যে বিএনপির নয় ও স্বতন্ত্র দুজনের প্রার্থিতার বিষয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, তা বহাল রেখেছে চেম্বার আদালত। বিএনপির অপরজনের প্রার্থিতাও স্থগিত হয়েছে একই আদালতে। গতকাল সোমবার আলাদা শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এসব আদেশ দেন।
এর ফলে ১২ জনের ভোটের পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা হলেন- জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মোসলেমউদ্দিন, ঝিনাইদহ-২-এর আবদুল মজিদ, জয়পুরহাট-১-এর ফজলুর রহমান, রাজশাহী-৬-এর আবু সাঈদ চাঁদ, ঢাকা-১-এর খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের তমিজউদ্দিন ও বগুড়া-৭ আসনের মোর্শেদ মিল্টন। এ ছাড়া চেম্বার আদালতে নীলফামারী-৩ আসনে সৈয়দপুরে বিএনপির পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র স্থগিত হয়ে যায়। আর চাঁদপুর-৪ আসনে ঋণখেলাপের অভিযোগে স্থগিত হয়েছে বিএনপিপ্রার্থী এম এ হান্নানের প্রার্থিতা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপির ১০ ও স্বতন্ত্র দুজনের প্রার্থিতা স্থগিত হয়ে গেছে। এর মধ্যে বিএনপির নয় ও স্বতন্ত্র দুজনের প্রার্থিতার বিষয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, তা বহাল রেখেছে চেম্বার আদালত। বিএনপির অপরজনের প্রার্থিতাও স্থগিত হয়েছে একই আদালতে। গতকাল সোমবার আলাদা শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এসব আদেশ দেন।
এর ফলে ১২ জনের ভোটের পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তারা হলেন- জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার শামী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মোসলেমউদ্দিন, ঝিনাইদহ-২-এর আবদুল মজিদ, জয়পুরহাট-১-এর ফজলুর রহমান, রাজশাহী-৬-এর আবু সাঈদ চাঁদ, ঢাকা-১-এর খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ আসনের তমিজউদ্দিন ও বগুড়া-৭ আসনের মোর্শেদ মিল্টন। এ ছাড়া চেম্বার আদালতে নীলফামারী-৩ আসনে সৈয়দপুরে বিএনপির পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র স্থগিত হয়ে যায়। আর চাঁদপুর-৪ আসনে ঋণখেলাপের অভিযোগে স্থগিত হয়েছে বিএনপিপ্রার্থী এম এ হান্নানের প্রার্থিতা।