শামীম ওসমানের অভিযোগ
নারায়ণগঞ্জে গোপন বৈঠক করছে আইএসআই
সোনারগাঁ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের পাওয়া তথ্যমতে, পাকিস্তান এম্বাসি কিংবা আইএসআইয়ের লোকজন নারায়ণগঞ্জে গোপন বৈঠক করছে। তারা কোমলমতি মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের মাধ্যমে শক্তি তৈরি করে নির্বাচন বন্ধের করার চেষ্টা করছে।’ নিজের আসনেও ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার এ প্রার্থী। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের একজন এজেন্টের কথিত ফোনালাপের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা।
নিজ আসনে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে ইঙ্গিত করে আলোচিত এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘ওই প্রার্থী ভোটারের কাছে যাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় নাম্বার প্লেট ছাড়া গাড়ি থামিয়ে মিটিং করছে। ওরা আবার আমাদের দেশে হানা দিতে চায়। নির্বাচন বন্ধ করার জন্য অনেক স্পটের মধ্যে নারায়ণগঞ্জকে একটি স্পট হিসেবে বেছে নিয়েছে। যে কোনো ধরনের ঘটনা তারা ঘটাতে পারে।’
এ প্রসঙ্গে ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন তিনি। শামীম ওসমান বলেন, ‘যারা ২১ আগস্ট শেখ হাসিনাকে মারার চেষ্টা করেছিল, সেই মহানায়করা আজ লন্ডনে বসে নাটাই ঘুরাচ্ছে। বাংলাদেশে তাদের হয়ে কাজ করছে জামায়াত, শিবির, জঙ্গি, পাকিস্তানের হেরে যাওয়া আইএসআই।’
শেয়ার করুন
সোনারগাঁ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের পাওয়া তথ্যমতে, পাকিস্তান এম্বাসি কিংবা আইএসআইয়ের লোকজন নারায়ণগঞ্জে গোপন বৈঠক করছে। তারা কোমলমতি মাদ্রাসা ছাত্রদের ব্যবহারের মাধ্যমে শক্তি তৈরি করে নির্বাচন বন্ধের করার চেষ্টা করছে।’ নিজের আসনেও ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার এ প্রার্থী। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের একজন এজেন্টের কথিত ফোনালাপের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা।
নিজ আসনে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে ইঙ্গিত করে আলোচিত এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘ওই প্রার্থী ভোটারের কাছে যাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় নাম্বার প্লেট ছাড়া গাড়ি থামিয়ে মিটিং করছে। ওরা আবার আমাদের দেশে হানা দিতে চায়। নির্বাচন বন্ধ করার জন্য অনেক স্পটের মধ্যে নারায়ণগঞ্জকে একটি স্পট হিসেবে বেছে নিয়েছে। যে কোনো ধরনের ঘটনা তারা ঘটাতে পারে।’
এ প্রসঙ্গে ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করেন তিনি। শামীম ওসমান বলেন, ‘যারা ২১ আগস্ট শেখ হাসিনাকে মারার চেষ্টা করেছিল, সেই মহানায়করা আজ লন্ডনে বসে নাটাই ঘুরাচ্ছে। বাংলাদেশে তাদের হয়ে কাজ করছে জামায়াত, শিবির, জঙ্গি, পাকিস্তানের হেরে যাওয়া আইএসআই।’