ময়দান ফাঁকা করতে হামলা : রিজভী
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ভোটের ময়দান ফাঁকা করতে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চলছে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সারা দেশে এখন ভয়ংকর আতঙ্কের নাম পুলিশ-র্যাব-বিজিবি। তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কতিপয় কমিশনার। তাদের কারণে দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যারা মানুষকে নিরাপত্তা দেবে, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই মানুষকে নিরাপত্তাহীন করে তুলছে। সেনা মোতায়েনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী সন্ত্রাসীদের টেক্কা দিয়ে পুলিশই সন্ত্রাসী আক্রমণে প্রাধান্যে থাকছে অভিযোগ করে রিজভী বলেন, ধানের শীষের প্রার্থীদের প্রচার ও সমাবেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে গত সোমবার। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত সোমবার ছিল বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ংকর দিন। হামলা করে, গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ভোটের ময়দান ফাঁকা করতে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চলছে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সারা দেশে এখন ভয়ংকর আতঙ্কের নাম পুলিশ-র্যাব-বিজিবি। তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কতিপয় কমিশনার। তাদের কারণে দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যারা মানুষকে নিরাপত্তা দেবে, সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই মানুষকে নিরাপত্তাহীন করে তুলছে। সেনা মোতায়েনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। তবে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী সন্ত্রাসীদের টেক্কা দিয়ে পুলিশই সন্ত্রাসী আক্রমণে প্রাধান্যে থাকছে অভিযোগ করে রিজভী বলেন, ধানের শীষের প্রার্থীদের প্রচার ও সমাবেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে গত সোমবার। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত সোমবার ছিল বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ংকর দিন। হামলা করে, গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।