জামায়াত নেতাদের প্রার্থিতা নিয়ে ফের রিট, শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত নিয়েছে, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবার রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীসহ চারজন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর। আজ বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে বলে জানান এই আইনজীবী।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে ২২ জন ও স্বতন্ত্র তিনজনের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন ওই চারজন। পাশাপাশি তাদের মনোনয়নপত্র বাতিল করতে ইসিতেও আবেদন করা হয়। এতে বলা হয়, হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করলেও দলটির ২৫ জন প্রার্থী অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসিতে তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, যা আইনগতভবে বৈধ নয়।রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ এক আদেশে এ বিষয়টি নিষ্পত্তি করতে ইসিকে তিন কার্যদিবস সময় দেয়। পরে ইসি জানায়, ওই ২৫ জনের মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলের সুযোগ নেই তাদের। গত সোমবার বিষয়টি জানিয়ে আবেদনকারীদের চিঠিও দেয় ইসি।
ফের রিট করার বিষয়ে আইনজীবী তানিয়া আমীর গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘জামায়াতের ওই ২৫ জনের মনোনয়নপত্র বাতিলে আইনগত সুযোগ নেই বলে আবেদনকারীদের ইসি যে চিঠি দিয়েছিল, সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। আগামীকাল (আজ) এ বিষয়ে শুনানি হবে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ধানের শীষ প্রতীকে জামায়াতে ইসলামীর ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দিয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত নিয়েছে, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবার রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরীসহ চারজন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি করেন।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর। আজ বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে বলে জানান এই আইনজীবী।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে ২২ জন ও স্বতন্ত্র তিনজনের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন ওই চারজন। পাশাপাশি তাদের মনোনয়নপত্র বাতিল করতে ইসিতেও আবেদন করা হয়। এতে বলা হয়, হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করলেও দলটির ২৫ জন প্রার্থী অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসিতে তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, যা আইনগতভবে বৈধ নয়।রিট আবেদনের শুনানি নিয়ে গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ এক আদেশে এ বিষয়টি নিষ্পত্তি করতে ইসিকে তিন কার্যদিবস সময় দেয়। পরে ইসি জানায়, ওই ২৫ জনের মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলের সুযোগ নেই তাদের। গত সোমবার বিষয়টি জানিয়ে আবেদনকারীদের চিঠিও দেয় ইসি।
ফের রিট করার বিষয়ে আইনজীবী তানিয়া আমীর গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘জামায়াতের ওই ২৫ জনের মনোনয়নপত্র বাতিলে আইনগত সুযোগ নেই বলে আবেদনকারীদের ইসি যে চিঠি দিয়েছিল, সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। আগামীকাল (আজ) এ বিষয়ে শুনানি হবে।’