সেনা পরিচয়ে প্রতারণা আইএসপিআরের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
সেনাবাহিনীর কর্মকর্তা বা সদস্য পরিচয়ে অর্থ আদায়সহ প্রতারণার বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল বুধবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ ধরনের ঘটনায় দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সেনা অফিসার পরিচয় দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে
নেমেছে। কিছু অসাধু ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বা তদূর্ধ্ব পদবির অফিসার পরিচয় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ফোন দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলছে। বিনিময়ে তারা অর্থ চাইছে।
এতে বলা হয়, ইতোমধ্যে অফিসার ভুয়া পরিচয়দানকারী এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবিষ্যতেও এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তির এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালানোর সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সেনাবাহিনীর কর্মকর্তা বা সদস্য পরিচয়ে অর্থ আদায়সহ প্রতারণার বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল বুধবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ ধরনের ঘটনায় দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সেনা অফিসার পরিচয় দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে
নেমেছে। কিছু অসাধু ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বা তদূর্ধ্ব পদবির অফিসার পরিচয় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ফোন দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলছে। বিনিময়ে তারা অর্থ চাইছে।
এতে বলা হয়, ইতোমধ্যে অফিসার ভুয়া পরিচয়দানকারী এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবিষ্যতেও এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তির এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালানোর সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক হয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।