থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ভোটের দু’দিন আগে দেশে ফোর-জি ও থ্রি-জি মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে বিটিআরসি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক চিঠিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার এ নির্দেশনা পাওয়ার পরপরই সেবা দুটি বন্ধের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অপারেটরগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল সাংবাদিকদের বলেন, ‘বিটিআরসির নির্দেশনা পাওয়ার পরপরই আমরা বন্ধের কাজ শুরু করেছি।’ ফোর-জি ও থ্রি-জি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা বিটিআরসির চিঠিতে বলা হয়েছে বলে জানান তিনি। রবির কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘বিটিআরসির নির্দেশনার পর থেকে আমরা কাজ করছি। ফোর-জি ও থ্রি-জি সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। কাল (শুক্রবার) থেকে সকল গ্রাহক টু-জি সেবা পাবেন। শুধু ইন্টারনেট নয়; ভয়েস কলের ক্ষেত্রেও বিটিআরসির একই নির্দেশনা রয়েছে। ফলে মোবাইল ফোনে নিরবচ্ছিন্ন কথা বলার সুযোগ পাবেন না গ্রাহকরা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ভোটের দু’দিন আগে দেশে ফোর-জি ও থ্রি-জি মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে বিটিআরসি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক চিঠিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার এ নির্দেশনা পাওয়ার পরপরই সেবা দুটি বন্ধের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অপারেটরগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল সাংবাদিকদের বলেন, ‘বিটিআরসির নির্দেশনা পাওয়ার পরপরই আমরা বন্ধের কাজ শুরু করেছি।’ ফোর-জি ও থ্রি-জি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা বিটিআরসির চিঠিতে বলা হয়েছে বলে জানান তিনি। রবির কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘বিটিআরসির নির্দেশনার পর থেকে আমরা কাজ করছি। ফোর-জি ও থ্রি-জি সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। কাল (শুক্রবার) থেকে সকল গ্রাহক টু-জি সেবা পাবেন। শুধু ইন্টারনেট নয়; ভয়েস কলের ক্ষেত্রেও বিটিআরসির একই নির্দেশনা রয়েছে। ফলে মোবাইল ফোনে নিরবচ্ছিন্ন কথা বলার সুযোগ পাবেন না গ্রাহকরা।