৫৬ বিদেশি সাংবাদিক ও ১৮৮ পর্যবেক্ষক
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাত্র দুদিন আগে বিশ্বের ১৮৮ জন পর্যবেক্ষক এবং ৫৬ জন সাংবাদিক বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৯টি আন্তর্জাতিক সংস্থাও ৩০ ডিসেম্বর ভোট পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যবেক্ষক পাঠানো বিদেশি মিশনগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আয়ারল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, থাকছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ভুটান, ভারত, যুক্তরাষ্ট্র, সামোয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, ফিলিপাইনসহ আরো কিছু দেশ।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অব ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অব সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দীপেন্দ্র ক্যান্ডেল ইনিশিয়েটিভ ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে পর্যবেক্ষক পাঠানোর কথা আছে।
এদের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ৫৬ জন বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার কথা আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে তাদের অনেকেই বাংলাদেশে চলে এসেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচন উপলক্ষে আসা সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিবিসি, আলজাজিরা, সিএনএন, ডয়েচে ভেলে, এনএইচকে, এএফপি, এপি, নিউ ইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক মানের অনেক গণমাধ্যম।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাত্র দুদিন আগে বিশ্বের ১৮৮ জন পর্যবেক্ষক এবং ৫৬ জন সাংবাদিক বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৯টি আন্তর্জাতিক সংস্থাও ৩০ ডিসেম্বর ভোট পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যবেক্ষক পাঠানো বিদেশি মিশনগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, আয়ারল্যান্ড, জাপান, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, থাকছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ভুটান, ভারত, যুক্তরাষ্ট্র, সামোয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, ফিলিপাইনসহ আরো কিছু দেশ।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ওআইসি, ফোরাম অব ইলেকশন কমিশন ম্যানেজমেন্ট অব সাউথ এশিয়া, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দীপেন্দ্র ক্যান্ডেল ইনিশিয়েটিভ ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে পর্যবেক্ষক পাঠানোর কথা আছে।
এদের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ৫৬ জন বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার কথা আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে তাদের অনেকেই বাংলাদেশে চলে এসেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচন উপলক্ষে আসা সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিবিসি, আলজাজিরা, সিএনএন, ডয়েচে ভেলে, এনএইচকে, এএফপি, এপি, নিউ ইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক মানের অনেক গণমাধ্যম।