ঠাকুরগাঁওয়ে র্যাবের ডিজি
নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে সম্ভাবনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন র্যাব মাহপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলেছে। এসব সম্ভব হয়েছে ভালো রাষ্ট্র পরিচালনার কৌশল অনুসরণ করার জন্য। এই গতিতে দেশ অগ্রসর হলে আগামী পাঁচ বছরে এই বাংলাদেশে কেউ গরিব থাকবে না। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গীয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তরের পর সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
বেনজীর আরো বলেন, ‘কোনো রকম ভয় পাবেন না। আমারা আপনাদের সঙ্গে আছি। যারা আপনাদের সম্পদ নষ্ট করেছে, তাদের ঘৃণা জানাই। যদি কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ ভোটের সময় যেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনোরকম অরাজকতা যেন না হয় সে জন্য দেশব্যাপী র্যাব পাহারায় থাকবে বলে জানান তিনি।
দিনাজপুর র্যাব-১৩ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির নেতা অরুনাংশু দত্ত টিটো।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় মোটাই সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ২৩ ডিসেম্বর থেকে দিনাজপুর র্যাব-১৩ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পুনর্নির্মাণ ও এলাকায় নজরদারি শুরু করে।
শেয়ার করুন
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে সম্ভাবনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন র্যাব মাহপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলেছে। এসব সম্ভব হয়েছে ভালো রাষ্ট্র পরিচালনার কৌশল অনুসরণ করার জন্য। এই গতিতে দেশ অগ্রসর হলে আগামী পাঁচ বছরে এই বাংলাদেশে কেউ গরিব থাকবে না। গতকাল শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গীয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তরের পর সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
বেনজীর আরো বলেন, ‘কোনো রকম ভয় পাবেন না। আমারা আপনাদের সঙ্গে আছি। যারা আপনাদের সম্পদ নষ্ট করেছে, তাদের ঘৃণা জানাই। যদি কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ ভোটের সময় যেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনোরকম অরাজকতা যেন না হয় সে জন্য দেশব্যাপী র্যাব পাহারায় থাকবে বলে জানান তিনি।
দিনাজপুর র্যাব-১৩ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন কমিটির নেতা অরুনাংশু দত্ত টিটো।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় মোটাই সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর ২৩ ডিসেম্বর থেকে দিনাজপুর র্যাব-১৩ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পুনর্নির্মাণ ও এলাকায় নজরদারি শুরু করে।