নাশকতা চেষ্টায় তারেকের হাত দেখছে আ.লীগ
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নির্বাচন বানচালের জন্য নাশকতা সৃষ্টির চেষ্টার পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির অভিযোগ, তারেকের বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পরিকল্পনা ও সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা রয়েছে।
গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথ সভা শেষে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিয়েছেন।’ সারা দেশে নৌকার প্রার্থীদের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে নানক বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ারের সৃষ্টি হয়েছে। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছয়জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের হামলায় ৪৪৫ জন নেতাকর্মী আহত হয়েছে, ১৭৮টি আওয়ামী লীগ অফিস, গাড়িবহর ও নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। ৫৮টি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, ৮৮টি অফিস ও যানবাহনে আগুন দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘সারা দেশে ৫৪টি জেলার ১৭০টি আসনে বিএনপি-জামায়াত এই ধরনের সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’
পর্যবেক্ষক হিসেবে বিএনপি-জামায়াতের ‘ক্যাডার বাহিনীর’ হাজার সদস্য নামানো হচ্ছে বলে অভিযোগ করেন নানক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের মদদপুষ্ট একাধিক সংগঠনকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করে হাজার হাজার দলীয় নেতাকর্মীকে পর্যবেক্ষক হিসেবে মাঠে নামানো হচ্ছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নির্বাচন বানচালের জন্য নাশকতা সৃষ্টির চেষ্টার পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির অভিযোগ, তারেকের বক্তৃতায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পরিকল্পনা ও সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা রয়েছে।
গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথ সভা শেষে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিয়েছেন।’ সারা দেশে নৌকার প্রার্থীদের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে নানক বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ারের সৃষ্টি হয়েছে। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছয়জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের হামলায় ৪৪৫ জন নেতাকর্মী আহত হয়েছে, ১৭৮টি আওয়ামী লীগ অফিস, গাড়িবহর ও নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়েছে। ৫৮টি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, ৮৮টি অফিস ও যানবাহনে আগুন দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘সারা দেশে ৫৪টি জেলার ১৭০টি আসনে বিএনপি-জামায়াত এই ধরনের সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নির্বাচন কমিশন ও প্রশাসনকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’
পর্যবেক্ষক হিসেবে বিএনপি-জামায়াতের ‘ক্যাডার বাহিনীর’ হাজার সদস্য নামানো হচ্ছে বলে অভিযোগ করেন নানক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের মদদপুষ্ট একাধিক সংগঠনকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করে হাজার হাজার দলীয় নেতাকর্মীকে পর্যবেক্ষক হিসেবে মাঠে নামানো হচ্ছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।