রাতেই ভোট কাটার অভিযোগ বিএনপির
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নির্বাচনের আগের রাতেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভোট কেটে বাক্সে ভরার অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তাদের প্রার্থীরা ঢাকাসহ সারা দেশ থেকে জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে রাত থেকেই জাল ভোট দেওয়ার কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রের নাম উল্লেখ করেন। বিএনপির এসব অভিযোগের বিষয়ে দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা খোঁজ নিয়ে নিশ্চিত হতে পারেননি।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা খবর পেয়েছি, বেশ কিছু কেন্দ্রে রাত থেকেই ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। বিশেষ করে, ঢাকা ৯ ও ১৪ আসনে কয়েকটি কেন্দ্রে ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। সেখানকার জনগণের কাছে আমাদের অনুরোধ এ অপকর্ম বন্ধে আমাদের সহযোগিতা করুন। একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করুন। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের অধিকার ফিরে আসবে; সেই নির্বাচনে সহযোগিতা করুন।’
এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, নির্বাচনের দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুটি কন্ট্রোল রুম থাকবে। সকাল থেকে বিকাল পর্যন্ত নয়াপল্টন এবং বিকাল থেকে রাত পর্যন্ত গুলশান থেকে নির্বাচনের তথ্য জানানো হবে। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমকে ‘চোখ-কান খোলা রাখার’ আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, জনগণের ক্ষমতার ওপর আমাদের আস্থা অনেক বেশি। কারণ আমরা রাষ্ট্রক্ষমতায় নেই, কোনো বাহিনী আমাদের অধীনস্থ নয়, কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল বলেন, আমরা বিশ্বাস করি, তারা ভোট কাটছে, কয়টি ভোট কাটবে? কুমিল্লার নির্বাচনে আমি দায়িত্বে ছিলাম, অনেক কেন্দ্রে তারা ভোট কেটেছে। কাটার পরও কিন্তু আমরা জিতেছি সেখানে। এখানেও তারা যে অপকর্ম করছেÑ এটা মিথ্যা নয়। এ অভিযোগ সত্য। তারপরও আমাদের বিশ্বাস, জনগণ যদি সাহস করে, যদি সবাই ভোটকেন্দ্রে যায় এবং ভোট দেয়, তাহলে এসব ভোট কাটার পরও ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ঠাকুরগাঁও-১ (সদর) আসনের গিলাবাড়ী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, রুহিয়া সালেহিয়া আলিয়া মাদ্রাসা ও সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী ক্যাডাররা। পঞ্চগড়-২ আসনের দুটি উপজেলা দেবীগঞ্জ ও বোদার দুজন ইউএনও প্রিসাইডিং অফিসারদের বলছেন, ২০ থেকে ২৫ শতাংশ ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ভর্তি করতে হবে।
ঢাকা মহানগরীর তিনটি আসনে জাল ভোটের অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-১৩ আসনে মোহাম্মদপুরের বাঁশবাড়ীতে আওয়ামী লীগ নেতা রাজিবের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। কক্সবাজার চকোরিয়া থেকে দূরবর্তী চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা চলছে। ঢাকা-৮ আসনের ফকিরাপুল, শিক্ষাশিবির স্কুল কেন্দ্রে ও দ্বীপ শিখা কেন্দ্রে ইতোমধ্যে নৌকা প্রতীকে সিল মারা শেষ হয়েছে। ঢাকা-৯ আসনের নবীয়াবাদ মাদ্রাসা, কম্বাইন্ড কিন্ডারগার্টেন, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসআরএ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এরই মধ্যে নৌকা প্রতীকে সিল মারা সম্পন্ন হয়েছে। ঢাকা বৌদ্ধরাজি ভোটকেন্দ্রেও নৌকা প্রতীকে সিল মারা শেষ হয়েছে।
নরসিংদীর মনোহরদী বেলাবো ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগের কর্মীদের নৌকা প্রতীকে সিল মারার হিড়িক চলছে অভিযোগ করে রিজভী বলেন, প্রায় ৪০ শতাংশ ব্যালট পেপারে সিল মারা হয়ে গেছে। এছাড়া সিরাজগঞ্জ-২ এর সয়দাবাদ ইউপি সারুটিয়া ও খোকসাবাড়ি, চন্দ্রকানা, বানিয়াগাতি কেন্দ্রে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী ক্যাডাররা। রাজধানীর দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান নিজেই রাতে ৩০ শতাংশ ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখার জন্য প্রিসাইডিং অফিসারদের চাপ দিচ্ছেন। তিনি বলেন, কুষ্টিয়া-৪-এর কুমারখালী থানাধীন মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল মারা চলছে। কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল মারা চলছে। খলিসাদহ ভোটকেন্দ্রেও সিল মারা হচ্ছে। বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখন ব্যালট পেপারে নৌকা প্রার্থীর পক্ষে সিল মারার উৎসব চলছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নির্বাচনের আগের রাতেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভোট কেটে বাক্সে ভরার অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তাদের প্রার্থীরা ঢাকাসহ সারা দেশ থেকে জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে রাত থেকেই জাল ভোট দেওয়ার কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রের নাম উল্লেখ করেন। বিএনপির এসব অভিযোগের বিষয়ে দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা খোঁজ নিয়ে নিশ্চিত হতে পারেননি।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা খবর পেয়েছি, বেশ কিছু কেন্দ্রে রাত থেকেই ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। বিশেষ করে, ঢাকা ৯ ও ১৪ আসনে কয়েকটি কেন্দ্রে ভোট কেটে বাক্সে ভরা হচ্ছে। সেখানকার জনগণের কাছে আমাদের অনুরোধ এ অপকর্ম বন্ধে আমাদের সহযোগিতা করুন। একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করুন। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের অধিকার ফিরে আসবে; সেই নির্বাচনে সহযোগিতা করুন।’
এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, নির্বাচনের দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুটি কন্ট্রোল রুম থাকবে। সকাল থেকে বিকাল পর্যন্ত নয়াপল্টন এবং বিকাল থেকে রাত পর্যন্ত গুলশান থেকে নির্বাচনের তথ্য জানানো হবে। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমকে ‘চোখ-কান খোলা রাখার’ আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, জনগণের ক্ষমতার ওপর আমাদের আস্থা অনেক বেশি। কারণ আমরা রাষ্ট্রক্ষমতায় নেই, কোনো বাহিনী আমাদের অধীনস্থ নয়, কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল বলেন, আমরা বিশ্বাস করি, তারা ভোট কাটছে, কয়টি ভোট কাটবে? কুমিল্লার নির্বাচনে আমি দায়িত্বে ছিলাম, অনেক কেন্দ্রে তারা ভোট কেটেছে। কাটার পরও কিন্তু আমরা জিতেছি সেখানে। এখানেও তারা যে অপকর্ম করছেÑ এটা মিথ্যা নয়। এ অভিযোগ সত্য। তারপরও আমাদের বিশ্বাস, জনগণ যদি সাহস করে, যদি সবাই ভোটকেন্দ্রে যায় এবং ভোট দেয়, তাহলে এসব ভোট কাটার পরও ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ঠাকুরগাঁও-১ (সদর) আসনের গিলাবাড়ী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, রুহিয়া সালেহিয়া আলিয়া মাদ্রাসা ও সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী ক্যাডাররা। পঞ্চগড়-২ আসনের দুটি উপজেলা দেবীগঞ্জ ও বোদার দুজন ইউএনও প্রিসাইডিং অফিসারদের বলছেন, ২০ থেকে ২৫ শতাংশ ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ভর্তি করতে হবে।
ঢাকা মহানগরীর তিনটি আসনে জাল ভোটের অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-১৩ আসনে মোহাম্মদপুরের বাঁশবাড়ীতে আওয়ামী লীগ নেতা রাজিবের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। কক্সবাজার চকোরিয়া থেকে দূরবর্তী চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা চলছে। ঢাকা-৮ আসনের ফকিরাপুল, শিক্ষাশিবির স্কুল কেন্দ্রে ও দ্বীপ শিখা কেন্দ্রে ইতোমধ্যে নৌকা প্রতীকে সিল মারা শেষ হয়েছে। ঢাকা-৯ আসনের নবীয়াবাদ মাদ্রাসা, কম্বাইন্ড কিন্ডারগার্টেন, মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসআরএ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এরই মধ্যে নৌকা প্রতীকে সিল মারা সম্পন্ন হয়েছে। ঢাকা বৌদ্ধরাজি ভোটকেন্দ্রেও নৌকা প্রতীকে সিল মারা শেষ হয়েছে।
নরসিংদীর মনোহরদী বেলাবো ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগের কর্মীদের নৌকা প্রতীকে সিল মারার হিড়িক চলছে অভিযোগ করে রিজভী বলেন, প্রায় ৪০ শতাংশ ব্যালট পেপারে সিল মারা হয়ে গেছে। এছাড়া সিরাজগঞ্জ-২ এর সয়দাবাদ ইউপি সারুটিয়া ও খোকসাবাড়ি, চন্দ্রকানা, বানিয়াগাতি কেন্দ্রে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী ক্যাডাররা। রাজধানীর দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান নিজেই রাতে ৩০ শতাংশ ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখার জন্য প্রিসাইডিং অফিসারদের চাপ দিচ্ছেন। তিনি বলেন, কুষ্টিয়া-৪-এর কুমারখালী থানাধীন মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল মারা চলছে। কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল মারা চলছে। খলিসাদহ ভোটকেন্দ্রেও সিল মারা হচ্ছে। বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখন ব্যালট পেপারে নৌকা প্রার্থীর পক্ষে সিল মারার উৎসব চলছে।