সড়কে শৃঙ্খলা না ফেরায় দায়ী মালিক শ্রমিকদের সংগঠন
ইলিয়াস কাঞ্চন
ইমন রহমান | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
ফাইল ছবি
এত আন্দোলন, উদ্যোগের পরও সড়কে শৃঙ্খলা না ফেরার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোকে দায়ী করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
গতকাল মঙ্গলবার রাজধানীতে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে দেশ রূপান্তরের কাছে তিনি এ অভিমত তুলে ধরেন। ইলিয়ান কাঞ্চন বলেন, ‘পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। আমাদের দেশে এ ধরনের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। প্রশিক্ষণের প্রধান অন্তরায় মালিক ও শ্রমিক সংগঠনগুলো। বিশ্বের আর কোথাও এমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেই। শ্রমিকরা প্রশিক্ষিত হলে, তাদের বৈধ লাইসেন্স থাকলে সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে- এই ভয়ে সংগঠনের নেতারা প্রশিক্ষণের বিষয়ে আন্তরিক নন।’
শেয়ার করুন
ইলিয়াস কাঞ্চন
ইমন রহমান | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

ফাইল ছবি
এত আন্দোলন, উদ্যোগের পরও সড়কে শৃঙ্খলা না ফেরার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোকে দায়ী করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
গতকাল মঙ্গলবার রাজধানীতে ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে দেশ রূপান্তরের কাছে তিনি এ অভিমত তুলে ধরেন। ইলিয়ান কাঞ্চন বলেন, ‘পরিবহন শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। আমাদের দেশে এ ধরনের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। প্রশিক্ষণের প্রধান অন্তরায় মালিক ও শ্রমিক সংগঠনগুলো। বিশ্বের আর কোথাও এমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেই। শ্রমিকরা প্রশিক্ষিত হলে, তাদের বৈধ লাইসেন্স থাকলে সংগঠনগুলোর চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে- এই ভয়ে সংগঠনের নেতারা প্রশিক্ষণের বিষয়ে আন্তরিক নন।’
শেয়ার করুন