আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের একুশে আগস্ট
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি।
চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। বর্বরোচিত ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত এবং দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েক শ মানুষ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের নেতারা আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া বাদ আসর তার পরিবারের পক্ষে গুলশান-২-এ ‘আইভি কনকর্ড টাওয়ার’-এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এখনো শোকাতুর ভৈরববাসী : ১৫ বছর আগে গ্রেনেড হামলায় অকুতোভয় সংগ্রামী আইভি রহমানের মৃত্যু সারা দেশের মানুষের মতো ভৈরববাসীও মেনে নিতে পারেনি। শোক ও শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভৈরববাসী। তাদের দাবি, ঘাতকদের বিচারের রায় দ্রুত কার্যকর হোক।
১৯৪৪ সালের ৭ জুলাই তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার ভৈরব থানার চণ্ডীবের গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম হয় আইভি রহমানের। বঙ্গবন্ধুর স্নেহধন্য আইভি রহমান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।
এরপর ১৯৭৮ সালে আইভি রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
রাজনীতি ছাড়াও আইভি রহমান আজীবন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে বেঁধে রেখেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নারীর অধিকার আদায়ের সংগ্রামে এবং সমাজের অবহেলিত শিশু ও প্রতিবন্ধীদের কল্যাণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া বলেন, তিনি ছিলেন খুবই দরদি মনের মানুষ। যারা মিশেছে, কাছে গেছে তারা পেয়েছেন তার অপরিসীম ভালোবাসা, আদর, মমতা আর সহযোগিতা।
আইভি রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ভৈরববাসীর মতো পুরো দেশবাসী এমন একটি বর্বর হত্যাকাণ্ডের বিচারপ্রত্যাশী। তবে এত বড় একটি ঘটনার বিচারকাজ তো হুট করে সম্ভব নয়। অনেক সাক্ষী-প্রমাণের বিষয় থাকে। তিনি আরও বলেন, ‘একটা সময় ছিল জজ মিয়া নাটক সাজিয়ে এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল। এই জঘন্য হত্যার ঘটনার বিচার হবেই। আমরা সেই আশাতেই বসে আছি।’
এদিকে প্রিয় এ মানুষটির স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে ভৈরবে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। এর মধ্যে সকাল ৭টায় ভৈরব বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় হবে খতমে কোরআন। একই সময়ে তার নিজ বাড়ি ‘আইভি ভবনেও’ হবে কোরআনখানি ও মিলাদ মাহফিল। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ট্রমা হাসপাতালসংলগ্ন আইভি চত্বরে তার প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বিকেল ৫টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে হবে আলোচনা ও মিলাদ মাহফিল। এ ছাড়া আইভি রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে পালন করা হবে নানা কর্মসূচি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক ও ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের একুশে আগস্ট
বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি।
চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। বর্বরোচিত ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত এবং দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েক শ মানুষ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের নেতারা আইভি রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া বাদ আসর তার পরিবারের পক্ষে গুলশান-২-এ ‘আইভি কনকর্ড টাওয়ার’-এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এখনো শোকাতুর ভৈরববাসী : ১৫ বছর আগে গ্রেনেড হামলায় অকুতোভয় সংগ্রামী আইভি রহমানের মৃত্যু সারা দেশের মানুষের মতো ভৈরববাসীও মেনে নিতে পারেনি। শোক ও শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভৈরববাসী। তাদের দাবি, ঘাতকদের বিচারের রায় দ্রুত কার্যকর হোক।
১৯৪৪ সালের ৭ জুলাই তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার ভৈরব থানার চণ্ডীবের গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম হয় আইভি রহমানের। বঙ্গবন্ধুর স্নেহধন্য আইভি রহমান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।
এরপর ১৯৭৮ সালে আইভি রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
রাজনীতি ছাড়াও আইভি রহমান আজীবন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে বেঁধে রেখেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নারীর অধিকার আদায়ের সংগ্রামে এবং সমাজের অবহেলিত শিশু ও প্রতিবন্ধীদের কল্যাণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া বলেন, তিনি ছিলেন খুবই দরদি মনের মানুষ। যারা মিশেছে, কাছে গেছে তারা পেয়েছেন তার অপরিসীম ভালোবাসা, আদর, মমতা আর সহযোগিতা।
আইভি রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ভৈরববাসীর মতো পুরো দেশবাসী এমন একটি বর্বর হত্যাকাণ্ডের বিচারপ্রত্যাশী। তবে এত বড় একটি ঘটনার বিচারকাজ তো হুট করে সম্ভব নয়। অনেক সাক্ষী-প্রমাণের বিষয় থাকে। তিনি আরও বলেন, ‘একটা সময় ছিল জজ মিয়া নাটক সাজিয়ে এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল। এই জঘন্য হত্যার ঘটনার বিচার হবেই। আমরা সেই আশাতেই বসে আছি।’
এদিকে প্রিয় এ মানুষটির স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে ভৈরবে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। এর মধ্যে সকাল ৭টায় ভৈরব বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় হবে খতমে কোরআন। একই সময়ে তার নিজ বাড়ি ‘আইভি ভবনেও’ হবে কোরআনখানি ও মিলাদ মাহফিল। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ট্রমা হাসপাতালসংলগ্ন আইভি চত্বরে তার প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বিকেল ৫টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে হবে আলোচনা ও মিলাদ মাহফিল। এ ছাড়া আইভি রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে পালন করা হবে নানা কর্মসূচি।