গ্রিনলাইনকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ
বাকি ৪০ লাখ টাকা শোধের আদেশ আটকে গেল
নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০
গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের আরও ৪০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গ্রিনলাইন পরিবহনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার শুনানি শেষে এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। আদালতে গ্রিনলাইনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেয় গ্রিনলাইনকে। আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালতে গত ১০ এপ্রিল রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিনলাইন কর্তৃপক্ষ। ২৫ জুন হাইকোর্ট আদেশে বাকি ৪৫ লাখ টাকা প্রতি মাসের শুরুতে কিস্তিতে পরিশোধের নির্দেশ দেয় গ্রিনলাইনকে। এরপর গত ২৯ জুলাই আরও ৫ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেয় পরিবহন কর্তৃপক্ষ। পাশাপাশি হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে গ্রিনলাইন।
গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে কথা কাটাকাটি হয় বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩)। এরপর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন চালক কবির মিয়া।
হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাম পা কেটে ফেলতে হয়। ওইদিনই চালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। গত ১৪ জানুয়ারি নি¤œ আদালত থেকে জামিন পান চালক কবির। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদনটি করেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০

গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের আরও ৪০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গ্রিনলাইন পরিবহনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার শুনানি শেষে এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। আদালতে গ্রিনলাইনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেয় গ্রিনলাইনকে। আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালতে গত ১০ এপ্রিল রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিনলাইন কর্তৃপক্ষ। ২৫ জুন হাইকোর্ট আদেশে বাকি ৪৫ লাখ টাকা প্রতি মাসের শুরুতে কিস্তিতে পরিশোধের নির্দেশ দেয় গ্রিনলাইনকে। এরপর গত ২৯ জুলাই আরও ৫ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেয় পরিবহন কর্তৃপক্ষ। পাশাপাশি হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে গ্রিনলাইন।
গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে কথা কাটাকাটি হয় বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩)। এরপর পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেন চালক কবির মিয়া।
হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাম পা কেটে ফেলতে হয়। ওইদিনই চালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। গত ১৪ জানুয়ারি নি¤œ আদালত থেকে জামিন পান চালক কবির। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদনটি করেন।