তাবিথ-ইশরাকের ইশতেহার ২৭ জানুয়ারি
দুর্নীতি-দূষণ ঠেকানোয় অগ্রাধিকার
রেজাউল করিম লাবলু | ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন। এদিন গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই মেয়র প্রার্থী যৌথভাবে তাদের ইশতেহার ঘোষণা করার
কথা রয়েছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘অদম্য ঢাকা’ শিরোনামে ইশতেহারে সিটি করপোরেশনের দুর্নীতি রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, শব্দ ও বায়ুদূষণ রোধ, যানজট নিয়ন্ত্রণ, হকার সমস্যার সমাধান, বেহাল সড়কের সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে আসবে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য।
নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দেশ রূপান্তরকে বলেন, ইশতেহারের কাজ এগিয়ে চলছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, বিএনপির দুই মেয়র প্রার্থী তাদের আওতাধীন নির্বাচনী এলাকায় ইতিমধ্যে নির্বাচনী প্রচার ও গণসংযোগ অধিকাংশ শেষ করেছেন। বাদ পড়েছে এমন এলাকায় এখন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এছাড়া ভোটকেন্দ্রে যারা এজেন্ট হিসেবে কাজ করবেন তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এককথায় নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দুই সিটির নির্বাচনী ইশতেহার তৈরির দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল দীর্ঘদিন ধরে ঢাকার দুই সিটি করপোরেশনের যেসব সমস্যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা কাটিং করে রেখেছেন। সেগুলোকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে নির্বাচনী ইশতেহার। বিশেষ করে সিটি করপোরেশনের দুর্নীতি, ডেঙ্গু পরিস্থিতি, ঢাকার বায়ুদূষণ, শব্দদূষণ, যানজট, হকার সমস্যা, শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন বিষয়ের ওপর যেসব সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার আলোকেই তৈরি হচ্ছে ইশতেহার।
ইশতেহারের বিস্তারিত জানতে চাইলে তারা বলেন, যানজট কমাতে বাস সার্ভিস অথরিটি একত্রীকরণ, বাস স্টপেজ ও সড়কে পর্যাপ্ত আলো ও সিসিটিভি স্থাপন, রাস্তা খননের ক্ষেত্রে নগর উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সাধন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ঢাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গবেষণা করে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা, বেদখল সড়ক পুনরুদ্ধার ও হকার পুনর্বাসন, রাজধানীর বিল্ডিংগুলোর ছাদে ছাদবাগান স্থাপনে উৎসাহ সৃষ্টিসহ নানা উদ্যোগ গ্রহণ করার অঙ্গীকার থাকবে নির্বাচনী ইশতেহারে। এগুলোর সমন্বয় করে নির্বাচনী ইশতেহার তৈরির কমিটি তাবিথের জন্য একটি ইশতেহার তৈরি করেছে। ইশতেহারটি দলের জ্যেষ্ঠ নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন।
ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা নেতারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, উত্তর সিটির সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪টি। এরই মধ্যে সব ওয়ার্ডে গণসংযোগ শেষ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা নেতারা জানিয়েছেন, দক্ষিণ সিটির সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৭৫টি। এরই মধ্যে সব ওয়ার্ডে গণসংযোগ শেষ হয়েছে।
শেয়ার করুন
রেজাউল করিম লাবলু | ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন। এদিন গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই মেয়র প্রার্থী যৌথভাবে তাদের ইশতেহার ঘোষণা করার
কথা রয়েছে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ‘অদম্য ঢাকা’ শিরোনামে ইশতেহারে সিটি করপোরেশনের দুর্নীতি রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, শব্দ ও বায়ুদূষণ রোধ, যানজট নিয়ন্ত্রণ, হকার সমস্যার সমাধান, বেহাল সড়কের সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে আসবে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য।
নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দেশ রূপান্তরকে বলেন, ইশতেহারের কাজ এগিয়ে চলছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, বিএনপির দুই মেয়র প্রার্থী তাদের আওতাধীন নির্বাচনী এলাকায় ইতিমধ্যে নির্বাচনী প্রচার ও গণসংযোগ অধিকাংশ শেষ করেছেন। বাদ পড়েছে এমন এলাকায় এখন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এছাড়া ভোটকেন্দ্রে যারা এজেন্ট হিসেবে কাজ করবেন তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এককথায় নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দুই সিটির নির্বাচনী ইশতেহার তৈরির দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল দীর্ঘদিন ধরে ঢাকার দুই সিটি করপোরেশনের যেসব সমস্যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা কাটিং করে রেখেছেন। সেগুলোকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে নির্বাচনী ইশতেহার। বিশেষ করে সিটি করপোরেশনের দুর্নীতি, ডেঙ্গু পরিস্থিতি, ঢাকার বায়ুদূষণ, শব্দদূষণ, যানজট, হকার সমস্যা, শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন বিষয়ের ওপর যেসব সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার আলোকেই তৈরি হচ্ছে ইশতেহার।
ইশতেহারের বিস্তারিত জানতে চাইলে তারা বলেন, যানজট কমাতে বাস সার্ভিস অথরিটি একত্রীকরণ, বাস স্টপেজ ও সড়কে পর্যাপ্ত আলো ও সিসিটিভি স্থাপন, রাস্তা খননের ক্ষেত্রে নগর উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সাধন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ঢাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, গবেষণা করে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা, বেদখল সড়ক পুনরুদ্ধার ও হকার পুনর্বাসন, রাজধানীর বিল্ডিংগুলোর ছাদে ছাদবাগান স্থাপনে উৎসাহ সৃষ্টিসহ নানা উদ্যোগ গ্রহণ করার অঙ্গীকার থাকবে নির্বাচনী ইশতেহারে। এগুলোর সমন্বয় করে নির্বাচনী ইশতেহার তৈরির কমিটি তাবিথের জন্য একটি ইশতেহার তৈরি করেছে। ইশতেহারটি দলের জ্যেষ্ঠ নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন।
ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা নেতারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, উত্তর সিটির সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪টি। এরই মধ্যে সব ওয়ার্ডে গণসংযোগ শেষ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা নেতারা জানিয়েছেন, দক্ষিণ সিটির সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৭৫টি। এরই মধ্যে সব ওয়ার্ডে গণসংযোগ শেষ হয়েছে।