করোনায় মৃত্যু দাঁড়াল পাঁচে, নতুন শনাক্ত নেই
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ নতুন করে শনাক্ত হননি। ফলে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। পাশাপাশি, আগের আক্রান্তদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে মোট সাতজন সুস্থ হলেন।
গতকাল বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, সকালে (গতকাল বুধবার) যে ব্যক্তি মারা গেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয় ছিলেন। মারা যাওয়া ব্যক্তি গত ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে গত ২১ মার্চ তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসা হয়। আজ (গতকাল) সকালে তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির ডায়াবেটিস ছিল। হাইপারটেনশনও ছিল।
ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন কোনো রোগী পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৭ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ২ হাজার ৭৩০টি কল এসেছে, যার সবগুলোই কভিড-১৯ সংক্রান্ত। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯২ জনের।
সারা দেশে ১২টি স্থানে করোনা পরীক্ষা করা যাবে : রাজধানীতে ৫টি এবং চট্টগ্রামে দুটিসহ সারা দেশে প্রায় ১২টি স্থানে করোনা শনাক্তের পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন ডা. ফ্লোরা। যেগুলো দু’একদিনের মধ্যেই চালু হবে। তিনি বলেন, ঢাকায় আইইডিসিআর ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত হবে বলে জানান তিনি।
নতুন দুটি হটলাইন, যোগ হচ্ছে এনএসইউ হটলাইন : করোনাভাইরাস সংক্রমণে নমুনা সংগ্রহ, পরামর্শ ও তথ্যের জন্য আইইডিসিআর আরও ২টি হটলাইন বাড়িয়েছে। পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) জনস্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলোও এবার আইইডিসিআর হটলাইন কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। ১৩টি হটলাইন নম্বরে কল করেও সাধারণ মানুষ যখন সেবা পাচ্ছেন না বলে অভিযোগ এসেছে, তখন এই নতুন নম্বরগুলো যোগ করা হচ্ছে বলে জানান আইইডিসিআর পরিচালক।
কভিড-১৯ সংক্রান্ত তথ্য জানাতে ও জানতে ১৩টি হটলাইন নম্বরে বিচ্ছিন্নভাবে যোগাযোগের চেষ্টা না করে এখন থেকে ০১৯৪৪৩৩৩২২২, ১০৬৫৫ নম্বর দুটিতে কল দিতে অনুরোধ করেছে আইইডিসিআর। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই দুটো নম্বরে যদি ফোন করেন, তাহলে তা হান্টিংয়ের মাধ্যমে যে নম্বরটি খালি থাকবে কলটি সে নম্বরে চলে যাবে।
এছাড়া আইইডিসিআরের ইমেইল ও ফেইসবুক ম্যাসেঞ্জারের পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরেও পরামর্শ ও সেবা দেওয়া হবে। এই হটলাইন সেবাকে জেলা হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। হটলাইন নম্বরগুলোকে আরও সম্প্রসারিত করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে।
এছাড়াও এখন নভেল করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য পেতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৩টি নম্বর সবসময় খোলা পাওয়া যাবে। হটলাইন নম্বরগুলো হচ্ছে- ১৬২৬৩, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
মোট হোম কোয়ারেন্টাইনে নতুন ৪৩২৬২ : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ২১৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৫ জনকে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন ১ হাজার ১৩২ জন। এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছেন ১১৮ জন, সমুদ্রবন্দর দিয়ে ২৩৬ জন ও স্থলবন্দর দিয়ে ৭৭৮ জন।
এ ছাড়া গতকাল পর্যন্ত মোট পিপিই সংগ্রহ হয়েছে ৩ লাখ ৫৭ হাজার। মোট বিতরণ করা হয়েছে ২ লাখ ৯১ হাজার। বর্তমানে মজুদ রয়েছে ৬৬ হাজার।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ নতুন করে শনাক্ত হননি। ফলে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। পাশাপাশি, আগের আক্রান্তদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে মোট সাতজন সুস্থ হলেন।
গতকাল বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, সকালে (গতকাল বুধবার) যে ব্যক্তি মারা গেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয় ছিলেন। মারা যাওয়া ব্যক্তি গত ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে গত ২১ মার্চ তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসা হয়। আজ (গতকাল) সকালে তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির ডায়াবেটিস ছিল। হাইপারটেনশনও ছিল।
ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন কোনো রোগী পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৭ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ২ হাজার ৭৩০টি কল এসেছে, যার সবগুলোই কভিড-১৯ সংক্রান্ত। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯২ জনের।
সারা দেশে ১২টি স্থানে করোনা পরীক্ষা করা যাবে : রাজধানীতে ৫টি এবং চট্টগ্রামে দুটিসহ সারা দেশে প্রায় ১২টি স্থানে করোনা শনাক্তের পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন ডা. ফ্লোরা। যেগুলো দু’একদিনের মধ্যেই চালু হবে। তিনি বলেন, ঢাকায় আইইডিসিআর ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে। বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত হবে বলে জানান তিনি।
নতুন দুটি হটলাইন, যোগ হচ্ছে এনএসইউ হটলাইন : করোনাভাইরাস সংক্রমণে নমুনা সংগ্রহ, পরামর্শ ও তথ্যের জন্য আইইডিসিআর আরও ২টি হটলাইন বাড়িয়েছে। পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) জনস্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলোও এবার আইইডিসিআর হটলাইন কার্যক্রমে যুক্ত করা হচ্ছে। ১৩টি হটলাইন নম্বরে কল করেও সাধারণ মানুষ যখন সেবা পাচ্ছেন না বলে অভিযোগ এসেছে, তখন এই নতুন নম্বরগুলো যোগ করা হচ্ছে বলে জানান আইইডিসিআর পরিচালক।
কভিড-১৯ সংক্রান্ত তথ্য জানাতে ও জানতে ১৩টি হটলাইন নম্বরে বিচ্ছিন্নভাবে যোগাযোগের চেষ্টা না করে এখন থেকে ০১৯৪৪৩৩৩২২২, ১০৬৫৫ নম্বর দুটিতে কল দিতে অনুরোধ করেছে আইইডিসিআর। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই দুটো নম্বরে যদি ফোন করেন, তাহলে তা হান্টিংয়ের মাধ্যমে যে নম্বরটি খালি থাকবে কলটি সে নম্বরে চলে যাবে।
এছাড়া আইইডিসিআরের ইমেইল ও ফেইসবুক ম্যাসেঞ্জারের পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরেও পরামর্শ ও সেবা দেওয়া হবে। এই হটলাইন সেবাকে জেলা হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। হটলাইন নম্বরগুলোকে আরও সম্প্রসারিত করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে।
এছাড়াও এখন নভেল করোনাভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য পেতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৩টি নম্বর সবসময় খোলা পাওয়া যাবে। হটলাইন নম্বরগুলো হচ্ছে- ১৬২৬৩, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
মোট হোম কোয়ারেন্টাইনে নতুন ৪৩২৬২ : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ২১৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৫ জনকে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন ১ হাজার ১৩২ জন। এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছেন ১১৮ জন, সমুদ্রবন্দর দিয়ে ২৩৬ জন ও স্থলবন্দর দিয়ে ৭৭৮ জন।
এ ছাড়া গতকাল পর্যন্ত মোট পিপিই সংগ্রহ হয়েছে ৩ লাখ ৫৭ হাজার। মোট বিতরণ করা হয়েছে ২ লাখ ৯১ হাজার। বর্তমানে মজুদ রয়েছে ৬৬ হাজার।