টানা দু’দিন লাখের বেশি শনাক্ত
রূপান্তর ডেস্ক | ২৩ মে, ২০২০ ০০:০০
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এক দিনে রেকর্ড ১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায়। এর আগের দিনও ১ লাখ ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয় বিশ্বে। এর আগে টানা দুই দিন লাখের বেশি করোনা রোগী শনাক্তের রেকর্ড নেই। গত ২৪ এপ্রিল এক দিনে ১ লাখ ১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল বিশ্বে। এর মাঝে বেশ কয়েক দিনই ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়ায়। আর এই সময়টাতে গড়ে প্রতিদিন ৮৩-৮৫ হাজার মানুষের শরীরে করোনা ধরা পড়ে।
আন্তর্জাতিক জরিপ সংস্থার ওয়ার্ল্ডোমিটারের হিসাবে ২১ মে ২৪ ঘণ্টায় বিশ্বে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৮৪ জন। এর সঙ্গে গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত আরও ৫৪ হাজার রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৪৪ হাজার ৩৩৪ জনে। আর মারা গেছে ৩ লাখ ৩৫ হাজার ৯৭০ জন। এই সময় পর্যন্ত অবশ্য বিশ্বজুড়ে ২১ লাখ ১৫ হাজার ৮২৯ জন আরোগ্য লাভ করেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৬ হাজার ২৪০ জন। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ৫৭১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৮৩ হাজার ১৩ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৪৬ হাজার ২৮৬। অপরদিকে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৯০৭ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
রাশিয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে নতুন করে ৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৪৯ জন।
অপরদিকে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে আরও ১২৭ জন। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৫৫৪। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ২৪৯ জন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ মে, ২০২০ ০০:০০

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এক দিনে রেকর্ড ১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায়। এর আগের দিনও ১ লাখ ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয় বিশ্বে। এর আগে টানা দুই দিন লাখের বেশি করোনা রোগী শনাক্তের রেকর্ড নেই। গত ২৪ এপ্রিল এক দিনে ১ লাখ ১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল বিশ্বে। এর মাঝে বেশ কয়েক দিনই ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়ায়। আর এই সময়টাতে গড়ে প্রতিদিন ৮৩-৮৫ হাজার মানুষের শরীরে করোনা ধরা পড়ে।
আন্তর্জাতিক জরিপ সংস্থার ওয়ার্ল্ডোমিটারের হিসাবে ২১ মে ২৪ ঘণ্টায় বিশ্বে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৮৪ জন। এর সঙ্গে গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত আরও ৫৪ হাজার রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৪৪ হাজার ৩৩৪ জনে। আর মারা গেছে ৩ লাখ ৩৫ হাজার ৯৭০ জন। এই সময় পর্যন্ত অবশ্য বিশ্বজুড়ে ২১ লাখ ১৫ হাজার ৮২৯ জন আরোগ্য লাভ করেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ লাখ ২৬ হাজার ২৪০ জন। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ৫৭১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৮৩ হাজার ১৩ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৪৬ হাজার ২৮৬। অপরদিকে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৯০৭ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
রাশিয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে নতুন করে ৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৪৯ জন।
অপরদিকে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছে আরও ১২৭ জন। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৫৫৪। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ২৪৯ জন।