এক মাসের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত
২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৯৬, মৃত্যু ২৪
নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হঠাৎ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এক দিনে শনাক্তের এই সংখ্যা গত ৩১ দিন বা এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর গতকালের চেয়ে বেশি ১ হাজার ৭০৫ জন রোগী শনাক্ত হয়েছিল। এদিন রোগী শনাক্তের হারও বেড়েছে। গত পাঁচ দিন টানা ১১ শতাংশের কম হারে রোগী শনাক্ত হলেও গতকাল ১৫ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৩৪ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। এদিকে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ঢাকার বাসিন্দা এবং ২১ জনের বয়স পঞ্চাশোর্ধ। এ নিয়ে টানা গত দুদিন দেশে ২৪ জন করে রোগীর মৃত্যু হলো।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২২৯তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মোট ১১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) ১৪ হাজার ৬১১টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৪ হাজার ৯৫৮টি। এসব পরীক্ষায় ১ হাজার ৬৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৪ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৭ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষায় ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫ হাজার ৭৪৭ জন এবং সুস্থ হয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৬ ও সুস্থতার হার ৭৮ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ৬, খুলনায় ৩ ও সিলেটে ১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের ১৩, ৫১-৬০ বছরের ৮, ৪১-৫০ বছরের ২ ও ২১-৩০ বছরের ছিল ১ জন। ২৪ জনের সবাই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৪২২ ও নারী ১ হাজার ৩২৫ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৪ ও নারী ২৩ দশমিক ০৬ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯৫১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ১৫০, খুলনায় ৪৬২, রাজশাহীতে ৩৬৭, রংপুরে ২৬০, সিলেটে ২৪১, বরিশালে ১৯৭ ও ময়মনসিংহে সর্বনিম্ন ১১৯ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭১ রোগীকে আইসোলেশনে ও ৭০৭ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ১৫০ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৮৭১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৪২ হাজার ৫২৮টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৭৩০টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৩৬৯টিতে। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯১টি।
শেয়ার করুন
২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৯৬, মৃত্যু ২৪
নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হঠাৎ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এক দিনে শনাক্তের এই সংখ্যা গত ৩১ দিন বা এক মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর গতকালের চেয়ে বেশি ১ হাজার ৭০৫ জন রোগী শনাক্ত হয়েছিল। এদিন রোগী শনাক্তের হারও বেড়েছে। গত পাঁচ দিন টানা ১১ শতাংশের কম হারে রোগী শনাক্ত হলেও গতকাল ১৫ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৩৪ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। এদিকে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ঢাকার বাসিন্দা এবং ২১ জনের বয়স পঞ্চাশোর্ধ। এ নিয়ে টানা গত দুদিন দেশে ২৪ জন করে রোগীর মৃত্যু হলো।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২২৯তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মোট ১১০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) ১৪ হাজার ৬১১টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৪ হাজার ৯৫৮টি। এসব পরীক্ষায় ১ হাজার ৬৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৪ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৮৭ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষায় ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫ হাজার ৭৪৭ জন এবং সুস্থ হয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৬ ও সুস্থতার হার ৭৮ দশমিক ৬৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ৬, খুলনায় ৩ ও সিলেটে ১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের ১৩, ৫১-৬০ বছরের ৮, ৪১-৫০ বছরের ২ ও ২১-৩০ বছরের ছিল ১ জন। ২৪ জনের সবাই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৪২২ ও নারী ১ হাজার ৩২৫ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৪ ও নারী ২৩ দশমিক ০৬ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯৫১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ১৫০, খুলনায় ৪৬২, রাজশাহীতে ৩৬৭, রংপুরে ২৬০, সিলেটে ২৪১, বরিশালে ১৯৭ ও ময়মনসিংহে সর্বনিম্ন ১১৯ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৭১ রোগীকে আইসোলেশনে ও ৭০৭ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ১৫০ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৮৭১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৪২ হাজার ৫২৮টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৭৩০টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৩৬৯টিতে। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯১টি।