এখনো নিশ্চুপ পুতিন
রূপান্তর ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে চীনের কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন জো বাইডেন। গতকাল শুক্রবার বাইডেনের পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছে চীন। গত শনিবার বাইডেনের জয়ের পর বিশ্বের অনেক দেশের নেতারা তাকে অভিনন্দন জানালেও চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ নীরব ছিল। গতকাল চীন সেই নীরবতা ভাঙলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এখনো নিশ্চুপ রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান জানাই। জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।
একই সঙ্গে পেইচিংয়ের আগের অবস্থানও আবার তুলে ধরে ওয়াং বলেন, আমরা জানি নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে।
যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার পর বাইডেন জয় নিশ্চিত করলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি।
এতে চীন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। কারণ ২০ জানুয়ারিতে বাইডেন দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রাম্পই থাকছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। এ পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নিয়ে তাকে উস্কে দিতে ইচ্ছুক নয় চীন।
ট্রাম্পের আমলে বাণিজ্য, প্রযুক্তি থেকে শুরু করে হংকং ইস্যু এবং করোনাভাইরাস নিয়ে একাধিক ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। চীনের ওপর দফায় দফায় বহু নিষেধাজ্ঞাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে বাইডেনের জয়ের খবরে অনেক দেশের নেতাই তাকে অভিনন্দন জানালেও চীন নিশ্চুপ থেকে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিল। নিশ্চুপ ছিলেন রাশিয়াসহ আরও কয়েকটি দেশের নেতাও।
বাইডেন যথেষ্ট ভোটের ব্যবধানে জয় পেলেও ট্রাম্প হার স্বীকার না করে নির্বাচনী ফল নিয়ে আইনি লড়াই করায় চীনসহ ওই দেশগুলোর নেতারা এসব লড়াইয়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিনন্দন বার্তা দেবেন না বলে জানিয়েছিলেন।
অন্যদিকে চার বছর আগে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে বিশ্বনেতারা প্রথম অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে ভøাদিমির পুতিন অন্যতম ছিলেন। কিন্তু চার বছর পর এবার জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট নিশ্চুপ।
বিবিসি বলছে, সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এবারের ফলাফলে মস্কো আগের মতো আর উৎসাহিত বোধ করছে না।
মস্কোর সোচ্চার সমালোচক বাইডেন সম্প্রতি রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।
এ কারণে বাইডেনের জয়ের পর রাশিয়ার সংবাদপত্রগুলোতেও তাকে নিয়ে তেমন কোনো আগ্রহ লক্ষ করা যায়নি।
দেশটির সরকারি সংবাদমাধ্যম রাশিস্কা গেজিয়েতায় বাইডেনকে ‘খোঁড়া হাঁস’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটি পত্রিকা তাকে ‘বৃদ্ধ ও জরাগ্রস্ত’ হিসেবে বর্ণনা করে বাতিলের খাতায় তুলে দিয়েছে।
নিজাবিসিমায়া গেজিয়েতায় বিজয়ী প্রার্থীর সঙ্গে যোগাযোগে প্রেসিডেন্ট পুতিনের দেরির ব্যাখ্যায় বলা হয়েছে, বোধগম্য কারণেই ক্রেমলিন সতর্ক হয়ে আছে, আমেরিকায় সরকারিভাবে ভোট গণনা এখনো শেষ হয়নি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে চীনের কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন জো বাইডেন। গতকাল শুক্রবার বাইডেনের পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছে চীন। গত শনিবার বাইডেনের জয়ের পর বিশ্বের অনেক দেশের নেতারা তাকে অভিনন্দন জানালেও চীন, রাশিয়া, সৌদি আরব, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ নীরব ছিল। গতকাল চীন সেই নীরবতা ভাঙলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এখনো নিশ্চুপ রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান জানাই। জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।
একই সঙ্গে পেইচিংয়ের আগের অবস্থানও আবার তুলে ধরে ওয়াং বলেন, আমরা জানি নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে।
যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার পর বাইডেন জয় নিশ্চিত করলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি।
এতে চীন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। কারণ ২০ জানুয়ারিতে বাইডেন দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রাম্পই থাকছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। এ পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নিয়ে তাকে উস্কে দিতে ইচ্ছুক নয় চীন।
ট্রাম্পের আমলে বাণিজ্য, প্রযুক্তি থেকে শুরু করে হংকং ইস্যু এবং করোনাভাইরাস নিয়ে একাধিক ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। চীনের ওপর দফায় দফায় বহু নিষেধাজ্ঞাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে বাইডেনের জয়ের খবরে অনেক দেশের নেতাই তাকে অভিনন্দন জানালেও চীন নিশ্চুপ থেকে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিল। নিশ্চুপ ছিলেন রাশিয়াসহ আরও কয়েকটি দেশের নেতাও।
বাইডেন যথেষ্ট ভোটের ব্যবধানে জয় পেলেও ট্রাম্প হার স্বীকার না করে নির্বাচনী ফল নিয়ে আইনি লড়াই করায় চীনসহ ওই দেশগুলোর নেতারা এসব লড়াইয়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিনন্দন বার্তা দেবেন না বলে জানিয়েছিলেন।
অন্যদিকে চার বছর আগে যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে বিশ্বনেতারা প্রথম অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে ভøাদিমির পুতিন অন্যতম ছিলেন। কিন্তু চার বছর পর এবার জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট নিশ্চুপ।
বিবিসি বলছে, সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এবারের ফলাফলে মস্কো আগের মতো আর উৎসাহিত বোধ করছে না।
মস্কোর সোচ্চার সমালোচক বাইডেন সম্প্রতি রাশিয়ার নাম নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।
এ কারণে বাইডেনের জয়ের পর রাশিয়ার সংবাদপত্রগুলোতেও তাকে নিয়ে তেমন কোনো আগ্রহ লক্ষ করা যায়নি।
দেশটির সরকারি সংবাদমাধ্যম রাশিস্কা গেজিয়েতায় বাইডেনকে ‘খোঁড়া হাঁস’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটি পত্রিকা তাকে ‘বৃদ্ধ ও জরাগ্রস্ত’ হিসেবে বর্ণনা করে বাতিলের খাতায় তুলে দিয়েছে।
নিজাবিসিমায়া গেজিয়েতায় বিজয়ী প্রার্থীর সঙ্গে যোগাযোগে প্রেসিডেন্ট পুতিনের দেরির ব্যাখ্যায় বলা হয়েছে, বোধগম্য কারণেই ক্রেমলিন সতর্ক হয়ে আছে, আমেরিকায় সরকারিভাবে ভোট গণনা এখনো শেষ হয়নি।