শনাক্তের হার আবার বেড়েছে
২৪ ঘণ্টায় ১৭৬৭ শনাক্ত ১৯ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০
দেশে করোনাভাইরাস সংক্রমণে নতুন রোগী শনাক্তের হার আবার বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ শতাংশের ওপরে উঠেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৭৬৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন সাড়ে ১৩ হাজারের বেশি পরীক্ষায় ১৩ দশমিক ০৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। শনাক্তের এই হার গত ১১ দিনের মধ্যে সর্বোচ্চ এবং গত ৪৩ দিনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ২ নভেম্বর প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১৩ দশমিক ৪৭ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছিল। এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছে। মৃতদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব এবং ১৩ জন ঢাকা বিভাগের বাসিন্দা।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৫১তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১১৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) ১৩ হাজার ৯৬৭টি নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৩৯টি। এসব পরীক্ষায় ১ হাজার ৭৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৩ দশমিক ০৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫১৯ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ১৫৯ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৪ ও সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩, রংপুরে ৩ এবং রাজশাহী, খুলনা ও বরিশালে ১ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৪ এবং ৫১-৬০ বছরের ছিল ৫ জন। ১৯ জনের সবাই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪১ ও নারী ১ হাজার ৪১৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৮ ও নারী ২৩ দশমিক ০২ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২২৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ২০৯, খুলনায় ৪৮১, রাজশাহীতে ৩৭৬, রংপুরে ২৭৬, সিলেটে ২৫৭, বরিশালে ২০৬ ও ময়মনসিংহে সর্বনি¤œ ১২৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ রোগীকে আইসোলেশনে ও ৭৯১ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ১১৩ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৪১৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৫ হাজার ৯৩৬টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৪৫৩টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৪৮২টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯০টি।
শেয়ার করুন
২৪ ঘণ্টায় ১৭৬৭ শনাক্ত ১৯ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০

দেশে করোনাভাইরাস সংক্রমণে নতুন রোগী শনাক্তের হার আবার বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ শতাংশের ওপরে উঠেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৭৬৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন সাড়ে ১৩ হাজারের বেশি পরীক্ষায় ১৩ দশমিক ০৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। শনাক্তের এই হার গত ১১ দিনের মধ্যে সর্বোচ্চ এবং গত ৪৩ দিনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ২ নভেম্বর প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১৩ দশমিক ৪৭ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছিল। এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছে। মৃতদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব এবং ১৩ জন ঢাকা বিভাগের বাসিন্দা।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৫১তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১১৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) ১৩ হাজার ৯৬৭টি নমুনা সংগৃহীত হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৩৯টি। এসব পরীক্ষায় ১ হাজার ৭৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৩ দশমিক ০৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫১৯ রোগী সুস্থ হয়েছে।
এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ১৫৯ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৪ ও সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩, রংপুরে ৩ এবং রাজশাহী, খুলনা ও বরিশালে ১ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১৪ এবং ৫১-৬০ বছরের ছিল ৫ জন। ১৯ জনের সবাই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪১ ও নারী ১ হাজার ৪১৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৮ ও নারী ২৩ দশমিক ০২ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ২২৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ২০৯, খুলনায় ৪৮১, রাজশাহীতে ৩৭৬, রংপুরে ২৭৬, সিলেটে ২৫৭, বরিশালে ২০৬ ও ময়মনসিংহে সর্বনি¤œ ১২৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ রোগীকে আইসোলেশনে ও ৭৯১ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ১১৩ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৪১৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৫ হাজার ৯৩৬টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৪৫৩টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৪৮২টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৯০টি।