সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি | ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০
ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে মহসীন তালুকদারকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সিলেট পাঠিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে র্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল সন্ধ্যায় তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।
গ্রেপ্তার মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার শাহাপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। গত রবিবার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওতে সাকিবকে গালিগালাজ করে হত্যার হুমকি দেন তিনি। ভিডিওতে মহসীন বলেন, সাকিব কলকাতায় পূজায় গিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করেছেন। তাই সাকিবকে পেলে তিনি কেটে টুকরো টুকরো করবেন। অবশ্য এর কয়েক ঘণ্টা পর মহসীন আরেক ভিডিওতে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাকিব পূজায় গিয়ে যে পাপ করেছেন এজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
প্রথম ভিডিওটি ভাইরাল হলে এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসীন তালুকদারের নামে একটি মামলাও হয়। সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাও চান।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি | ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০

ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রনসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে মহসীন তালুকদারকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সিলেট পাঠিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে র্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল সন্ধ্যায় তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।
গ্রেপ্তার মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার শাহাপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে। গত রবিবার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওতে সাকিবকে গালিগালাজ করে হত্যার হুমকি দেন তিনি। ভিডিওতে মহসীন বলেন, সাকিব কলকাতায় পূজায় গিয়ে মুসলমানদের কলিজায় আঘাত করেছেন। তাই সাকিবকে পেলে তিনি কেটে টুকরো টুকরো করবেন। অবশ্য এর কয়েক ঘণ্টা পর মহসীন আরেক ভিডিওতে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাকিব পূজায় গিয়ে যে পাপ করেছেন এজন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
প্রথম ভিডিওটি ভাইরাল হলে এ ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মহসীন তালুকদারের নামে একটি মামলাও হয়। সাকিব এক ভিডিওবার্তায় ভক্তদের কাছে ক্ষমাও চান।