গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা
গাজীপুর প্রতিনিধি | ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০
বাসা ভাড়ার টাকা নিয়ে বিতণ্ডার জের ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লিমু আক্তার লামিয়া (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লামিয়া গ্রামের মো. সাহেব আলীর মেয়ে ও উত্তর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় সাহেব আলীর বাড়ির ভাড়াটে সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার সুমন মিয়া সাহেব আলীর বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। দু-তিন দিন আগে ভাড়ার বকেয়া ৫ হাজার টাকা চাইলে সুমনের সঙ্গে সাহেব আলীর বাগ্্বিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন স্ত্রীর সঙ্গে মিলে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে লামিয়াকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে পাশের খালে লাশটি ফেলে দেয়।
মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন বিষয়টি কালিয়াকৈর থানায় অবহিত করে এবং বিভিন্ন স্থানে সন্ধান করতে থাকে। তাদের সঙ্গে সুমনও যোগ দেয়। একপর্যায়ে সুমন খালের পানির নিচে লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে অন্যদের বিভিন্ন দিকে খোঁজার তাগাদা দিতে থাকে। এতে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। পরে সুমনকে আটক করে পুলিশে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সুমন হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় লামিয়ার বাবা সাহেব আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। পরে সুমন ও তার স্ত্রী মিলি বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০

বাসা ভাড়ার টাকা নিয়ে বিতণ্ডার জের ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লিমু আক্তার লামিয়া (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লামিয়া গ্রামের মো. সাহেব আলীর মেয়ে ও উত্তর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় সাহেব আলীর বাড়ির ভাড়াটে সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার সুমন মিয়া সাহেব আলীর বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। দু-তিন দিন আগে ভাড়ার বকেয়া ৫ হাজার টাকা চাইলে সুমনের সঙ্গে সাহেব আলীর বাগ্্বিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন স্ত্রীর সঙ্গে মিলে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে লামিয়াকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে পাশের খালে লাশটি ফেলে দেয়।
মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন বিষয়টি কালিয়াকৈর থানায় অবহিত করে এবং বিভিন্ন স্থানে সন্ধান করতে থাকে। তাদের সঙ্গে সুমনও যোগ দেয়। একপর্যায়ে সুমন খালের পানির নিচে লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে অন্যদের বিভিন্ন দিকে খোঁজার তাগাদা দিতে থাকে। এতে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। পরে সুমনকে আটক করে পুলিশে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে সুমন হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় লামিয়ার বাবা সাহেব আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। পরে সুমন ও তার স্ত্রী মিলি বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।