হোয়াইট হাউজে প্রথম ফিলিস্তিনি রিমা দোদিন
রূপান্তর ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
রিমা দোদিন, ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান। বাইডেন প্রশাসনে ঢুকে নাম লিখিয়ে ফেললেন ইতিহাসে। গত সোমবার প্রথম ফিলিস্তিনি হিসেবে হোয়াইট হাউজের একজন স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আরেক নারী শুয়ানজা গফের সঙ্গে যৌথভাবে হোয়াইট হাউজের অফিস অব লেজিসলেটিভ অ্যাফেয়ারের সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন তিনি।
ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দোদিনের পরিবারের আদিনিবাস হেবরনের কাছাকাছি দুরা এলাকায়। তবে তার জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রেই। যদিও রিমার দাদা মোস্তফা দোদিন ছিলেন জর্ডানের সমাজকল্যাণমন্ত্রী। তার চেষ্টায় ৭০-এর দশকে পশ্চিমতীরে ভিলেজ লিগ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ইসরায়েলের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করে এই সংগঠনটিই।
জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, রিমা দোদিন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়, বার্কলে থেকে স্নাতক ও ইউনিভার্সিটি অব ইলিনয়স থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
রিমা এর আগে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ডারবিনের ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া হিউম্যান রাইটস এবং ল’-এর জুডিশিয়ারি সাব কমিটিতেও দায়িত্ব পালন করেন তিনি।
২০০২ সালে এক সমাবেশে ফিলিস্তিনিদের আত্মঘাতী বোমা হামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন। সে সময় তিনি বলেন, যখন কোনো মানুষের আসলে আর কোনো উপায় থাকে না তখনই তারা আত্মঘাতী হামলা চালানোর সাহস পান। এর আগেও এক বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে সমালোচিত হন তিনি। সেখানে তিনি সরাসরি ইহুদিদের সমালোচনা করেন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

রিমা দোদিন, ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান। বাইডেন প্রশাসনে ঢুকে নাম লিখিয়ে ফেললেন ইতিহাসে। গত সোমবার প্রথম ফিলিস্তিনি হিসেবে হোয়াইট হাউজের একজন স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। আরেক নারী শুয়ানজা গফের সঙ্গে যৌথভাবে হোয়াইট হাউজের অফিস অব লেজিসলেটিভ অ্যাফেয়ারের সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন তিনি।
ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দোদিনের পরিবারের আদিনিবাস হেবরনের কাছাকাছি দুরা এলাকায়। তবে তার জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রেই। যদিও রিমার দাদা মোস্তফা দোদিন ছিলেন জর্ডানের সমাজকল্যাণমন্ত্রী। তার চেষ্টায় ৭০-এর দশকে পশ্চিমতীরে ভিলেজ লিগ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে ইসরায়েলের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করে এই সংগঠনটিই।
জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, রিমা দোদিন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়, বার্কলে থেকে স্নাতক ও ইউনিভার্সিটি অব ইলিনয়স থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
রিমা এর আগে ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ডারবিনের ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া হিউম্যান রাইটস এবং ল’-এর জুডিশিয়ারি সাব কমিটিতেও দায়িত্ব পালন করেন তিনি।
২০০২ সালে এক সমাবেশে ফিলিস্তিনিদের আত্মঘাতী বোমা হামলার বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন। সে সময় তিনি বলেন, যখন কোনো মানুষের আসলে আর কোনো উপায় থাকে না তখনই তারা আত্মঘাতী হামলা চালানোর সাহস পান। এর আগেও এক বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে সমালোচিত হন তিনি। সেখানে তিনি সরাসরি ইহুদিদের সমালোচনা করেন।