শোকস্তব্ধ বিশ্ব
ক্রীড়া ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গন শোকে ভারাক্রান্ত। কিংবদন্তি থেকে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যথিত হৃদয়ের বহিঃপ্রকাশ করেছেন। ব্রাজিলের কিংবদন্তি রোমারিও লিখেছেন, ‘আমার বন্ধু চলে গেল, ম্যারাডোনা একজন কিংবদন্তি! সে বিশ্বকে পায়ে বল নিয়ে নিয়ন্ত্রণ করেছে, অবশ্যই তার জীবন ও ব্যতিক্রম ব্যক্তিত্বও তাকে আলাদা করেছে। আমি অনেকবারই বলেছি, মাঠে আমার দেখা সেরা খেলোয়াড় সে।’
১৯৮৬-এর বিশ্বকাপজয়ী সতীর্থ ওসওয়ালদো অর্দিলেস লিখেছেন, ‘দিয়েগুইতো, তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। সত্যিকার অর্থেই তুমি ফুটবলের সেরা। আমরা দুজনে অনেক সুসময় কাটিয়েছি। কোনটি সেরা তা বলা মুশকিল।’ লিনেকারের উত্তরসূরি মাইকেল ওয়েন লিখেছেন, ‘তোমার মতো খেলোয়াড় আর নেই, শান্তিতে ঘুমাও ম্যারাডোনা।’ সাবেক আরেকজন সতীর্থ মারিও কেম্পেস লিখেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা আজ আমাদের এবং আর্জেন্টিনা ফুটবলকে ছেড়ে গেল। এ সংবাদমাধ্যমে, আমি তাকে হারানোর ব্যথা ছড়িয়ে দিতে চাই।’
খেলোয়াড়ি জীবনে ম্যারাডোনার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার লিখেছেন, ‘অবিসাংবাদিতভাবে ইতিহাসের অন্যতম সেরা এবং আমাদের সময়ের সবচেয়ে আলাদা ফুটবলার ম্যারাডোনা বিদায় নিয়েছে। এক পার্থিব কিš‘ সমস্যাসংকুল জীবন শেষে আশা করি সে সত্যিকার ঈশ্বরের হাতে শান্তিতে থাকবে।’
যাকে ম্যারাডোনার কিংবদন্তির সঙ্গে তুলনা করে আর্জেন্টিনা, সেই লিওনেল মেসি লিখেছেন, ‘আর্জেন্টাইন ও ফুটবলের জন্য এক ব্যথাতুর দিন। সে আমাদের ছেড়ে চলে গেছে, কিš‘ আসলে চলে যায়নি, কারণ ডিয়েগো অমর। তার সঙ্গে সুন্দর অনেক মুহূর্ত কাটিয়েছে। তার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’
বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমি একজন বন্ধুকে বিদায় জানালাম আর বিশ্ব একজন জিনিয়াসকে বিদায় জানাল। সময়ের সেরা এবং একজন জাদুকর। তুমি খুব দ্রুত বিদায় নিলে। কিš‘ তোমাকে কখনই ভোলা সম্ভব নয়।’ হালের এমবাপে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও কিংবদন্তি। তুমি ফুটবলের ইতিহাসে থাকবে। আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ।’
এছাড়া সান্তোস ফুটবল ক্লাব লিখেছে, ‘ফুটবলের গ্রেটেস্ট তারকার বিদায় আমরা সত্যি ব্যথিত। সে একজন জিনিয়াস এবং আমাদের রাজা পেলের খুব ভালো বন্ধু। খুবই দুঃখের বিষয় হলো সে কোনোদিন সান্তোস জার্সি পরেনি।’
যে নাপোলিতে খেলে ম্যারাডোনা ক্লাব ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সেই ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘এই ক্লাবের সবচেয়ে সেরা নায়কের বিদায় আমাদের এবং শহরের জন্য মর্মান্তিক খবর।’ আশির দশকে স্প্যানিশ যে ক্লাবে খেলেছিলেন ম্যারাডোনা, সেই বার্সেলোনা লিখেছে, ‘ধন্যবাদ ম্যারাডোনা, তুমি আমাদের ফুটবলার ছিলে। আমরা ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।’
ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি যিনি একসময় ফুটবলার হতে চেয়েছিলেন, তিনি লিখেছেন, ‘আমার হিরো আর নেই, আমার পাগুলে জিনিয়াস ভালো থাক। আমি তোমার জন্যই ফুটবল দেখেছিলাম।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গন শোকে ভারাক্রান্ত। কিংবদন্তি থেকে তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যথিত হৃদয়ের বহিঃপ্রকাশ করেছেন। ব্রাজিলের কিংবদন্তি রোমারিও লিখেছেন, ‘আমার বন্ধু চলে গেল, ম্যারাডোনা একজন কিংবদন্তি! সে বিশ্বকে পায়ে বল নিয়ে নিয়ন্ত্রণ করেছে, অবশ্যই তার জীবন ও ব্যতিক্রম ব্যক্তিত্বও তাকে আলাদা করেছে। আমি অনেকবারই বলেছি, মাঠে আমার দেখা সেরা খেলোয়াড় সে।’
১৯৮৬-এর বিশ্বকাপজয়ী সতীর্থ ওসওয়ালদো অর্দিলেস লিখেছেন, ‘দিয়েগুইতো, তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। সত্যিকার অর্থেই তুমি ফুটবলের সেরা। আমরা দুজনে অনেক সুসময় কাটিয়েছি। কোনটি সেরা তা বলা মুশকিল।’ লিনেকারের উত্তরসূরি মাইকেল ওয়েন লিখেছেন, ‘তোমার মতো খেলোয়াড় আর নেই, শান্তিতে ঘুমাও ম্যারাডোনা।’ সাবেক আরেকজন সতীর্থ মারিও কেম্পেস লিখেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা আজ আমাদের এবং আর্জেন্টিনা ফুটবলকে ছেড়ে গেল। এ সংবাদমাধ্যমে, আমি তাকে হারানোর ব্যথা ছড়িয়ে দিতে চাই।’
খেলোয়াড়ি জীবনে ম্যারাডোনার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার লিখেছেন, ‘অবিসাংবাদিতভাবে ইতিহাসের অন্যতম সেরা এবং আমাদের সময়ের সবচেয়ে আলাদা ফুটবলার ম্যারাডোনা বিদায় নিয়েছে। এক পার্থিব কিš‘ সমস্যাসংকুল জীবন শেষে আশা করি সে সত্যিকার ঈশ্বরের হাতে শান্তিতে থাকবে।’
যাকে ম্যারাডোনার কিংবদন্তির সঙ্গে তুলনা করে আর্জেন্টিনা, সেই লিওনেল মেসি লিখেছেন, ‘আর্জেন্টাইন ও ফুটবলের জন্য এক ব্যথাতুর দিন। সে আমাদের ছেড়ে চলে গেছে, কিš‘ আসলে চলে যায়নি, কারণ ডিয়েগো অমর। তার সঙ্গে সুন্দর অনেক মুহূর্ত কাটিয়েছে। তার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’
বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘আজ আমি একজন বন্ধুকে বিদায় জানালাম আর বিশ্ব একজন জিনিয়াসকে বিদায় জানাল। সময়ের সেরা এবং একজন জাদুকর। তুমি খুব দ্রুত বিদায় নিলে। কিš‘ তোমাকে কখনই ভোলা সম্ভব নয়।’ হালের এমবাপে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও কিংবদন্তি। তুমি ফুটবলের ইতিহাসে থাকবে। আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ।’
এছাড়া সান্তোস ফুটবল ক্লাব লিখেছে, ‘ফুটবলের গ্রেটেস্ট তারকার বিদায় আমরা সত্যি ব্যথিত। সে একজন জিনিয়াস এবং আমাদের রাজা পেলের খুব ভালো বন্ধু। খুবই দুঃখের বিষয় হলো সে কোনোদিন সান্তোস জার্সি পরেনি।’
যে নাপোলিতে খেলে ম্যারাডোনা ক্লাব ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সেই ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ‘এই ক্লাবের সবচেয়ে সেরা নায়কের বিদায় আমাদের এবং শহরের জন্য মর্মান্তিক খবর।’ আশির দশকে স্প্যানিশ যে ক্লাবে খেলেছিলেন ম্যারাডোনা, সেই বার্সেলোনা লিখেছে, ‘ধন্যবাদ ম্যারাডোনা, তুমি আমাদের ফুটবলার ছিলে। আমরা ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি।’
ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি যিনি একসময় ফুটবলার হতে চেয়েছিলেন, তিনি লিখেছেন, ‘আমার হিরো আর নেই, আমার পাগুলে জিনিয়াস ভালো থাক। আমি তোমার জন্যই ফুটবল দেখেছিলাম।’