সেতু ভেঙে ট্রাক খালে, নিহত ৩
রূপান্তর ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক আরাফাত (৩৫), হেলপার বাচ্চু (২৩) ও চালানদার জহির (৫১)। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা থেকে তারা পাথর নিয়ে নানিয়ারচর যাচ্ছিলেন। কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌধুরী বলেন, পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিক থেকে নানিয়ারচরের দিকে যাচ্ছিল। সম্ভবত সড়কের নির্মাণ বা সংস্কার কাজের জন্য। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকটি সেতুসহ ধসে পড়ে তলিয়ে যায়। আমরা একজনের, পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আরও দুজনের লাশ উদ্ধার করেন।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন জানান, ট্রাকটিতে ওভারলোডেড পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটির পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। এটি মেরামত করতে দুই সপ্তাহ সময় লাগবে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক রতন কুমার নাথ বলেন, পাথরবোঝাই একটি ট্রাক সেতু ধসে নিচে পড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করে। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কটি একমাত্র পথ হওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াত করা সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি থেকে সাজেকে যাওয়া বা সাজেক থেকে রাঙ্গামাটি আসা পর্যটকরাও দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা বাঁশের ভেলা বানিয়ে যাতায়াত করছে।
সিলেটে ট্রাকচাপায় ছাত্রদলের দুই কর্মী নিহত : সিলেট নগরীর সুবিদবাজারের ফাজিলচিশত এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার সাজিদ নুরের ছেলে লুৎফুর রহমান (২৮) ও ছাতক উপজেলার লাকেশ্বর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে সজিব রহমান (২৮)। লুৎফুর ও সজিব দুজনই ছাত্রদলের কর্মী ছিলেন। লুৎফুর নগরীর বনকলাপাড়ায় ও সজিব করেরপাড়ায় থাকতেন।
এদিকে ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যুর খবরে শত শত লোক রাস্তায় নেমে আসেন। তারা সড়ক অবরোধ করে মারমুখী হয়ে ওঠেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং আরও ২০-২২টি ট্রাক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সজিবের মা সালমা আক্তার কোতোয়ালি থানায় মামলা করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশ ঘেঁষে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এর আরোহী সজিব ও লুৎফুর ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভারে বাসচাপায় প্রকৌশলী নিহত : সাভারে বাসচাপায় পারভেজ (২৩) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাভারের বলিয়াপুর এলাকার এন আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর সুধারাম উপজেলার শৌলকিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে পারভেজ আবেদ মনসুর কনস্ট্রাকশন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার এন আর ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি পরিবহন মোটরসাইকেলচালক পারভেজকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : মাগুরার শ্রীপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুস্তাক আহম্মেদ নয়ন (৩০) নামে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সারঙ্গদিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চীন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা শুরু করেছিলেন।
শ্রীপুর থানার ওসি আলী আহমেদ জানান, মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন নয়ন। রাত ৯টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হন। উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনায় লরিচাপায় নিহত ২ : নেত্রকোনা সদর উপজেলায় বালুবাহী লরিচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার নেত্রকোনা-মদন সড়কের মৌজে বালি গ্রামসংলগ্ন বাইসতল এলাকায় এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার শিবপ্রাসাদপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া (৩০) ও আগুন পোহাতে থাকা মৌজে বালি গ্রামের মৃত মোকসেদ মিয়ার ছেলে এমদাদ (৩৫)। নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খানে আলম জানান, লরিটি নেত্রকোনা থেকে লক্ষ্মীগঞ্জ যাওয়ার পথে বাইসতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আগুন পোহানোরত এমদাদ ও ভ্যানচালক সেলিম।
প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ব্যবহৃত হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় সেতু ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক আরাফাত (৩৫), হেলপার বাচ্চু (২৩) ও চালানদার জহির (৫১)। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা থেকে তারা পাথর নিয়ে নানিয়ারচর যাচ্ছিলেন। কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল চৌধুরী বলেন, পাথরবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিক থেকে নানিয়ারচরের দিকে যাচ্ছিল। সম্ভবত সড়কের নির্মাণ বা সংস্কার কাজের জন্য। অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাকটি সেতুসহ ধসে পড়ে তলিয়ে যায়। আমরা একজনের, পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আরও দুজনের লাশ উদ্ধার করেন।
রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন জানান, ট্রাকটিতে ওভারলোডেড পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। ব্রিজটির পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। এটি মেরামত করতে দুই সপ্তাহ সময় লাগবে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক রতন কুমার নাথ বলেন, পাথরবোঝাই একটি ট্রাক সেতু ধসে নিচে পড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করে। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কটি একমাত্র পথ হওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াত করা সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি থেকে সাজেকে যাওয়া বা সাজেক থেকে রাঙ্গামাটি আসা পর্যটকরাও দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা বাঁশের ভেলা বানিয়ে যাতায়াত করছে।
সিলেটে ট্রাকচাপায় ছাত্রদলের দুই কর্মী নিহত : সিলেট নগরীর সুবিদবাজারের ফাজিলচিশত এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার সাজিদ নুরের ছেলে লুৎফুর রহমান (২৮) ও ছাতক উপজেলার লাকেশ্বর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে সজিব রহমান (২৮)। লুৎফুর ও সজিব দুজনই ছাত্রদলের কর্মী ছিলেন। লুৎফুর নগরীর বনকলাপাড়ায় ও সজিব করেরপাড়ায় থাকতেন।
এদিকে ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যুর খবরে শত শত লোক রাস্তায় নেমে আসেন। তারা সড়ক অবরোধ করে মারমুখী হয়ে ওঠেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং আরও ২০-২২টি ট্রাক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সজিবের মা সালমা আক্তার কোতোয়ালি থানায় মামলা করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশ ঘেঁষে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এর আরোহী সজিব ও লুৎফুর ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভারে বাসচাপায় প্রকৌশলী নিহত : সাভারে বাসচাপায় পারভেজ (২৩) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাভারের বলিয়াপুর এলাকার এন আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর সুধারাম উপজেলার শৌলকিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে পারভেজ আবেদ মনসুর কনস্ট্রাকশন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার এন আর ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি পরিবহন মোটরসাইকেলচালক পারভেজকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : মাগুরার শ্রীপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুস্তাক আহম্মেদ নয়ন (৩০) নামে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সারঙ্গদিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চীন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সম্প্রতি এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা শুরু করেছিলেন।
শ্রীপুর থানার ওসি আলী আহমেদ জানান, মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন নয়ন। রাত ৯টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হন। উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনায় লরিচাপায় নিহত ২ : নেত্রকোনা সদর উপজেলায় বালুবাহী লরিচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার নেত্রকোনা-মদন সড়কের মৌজে বালি গ্রামসংলগ্ন বাইসতল এলাকায় এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার শিবপ্রাসাদপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া (৩০) ও আগুন পোহাতে থাকা মৌজে বালি গ্রামের মৃত মোকসেদ মিয়ার ছেলে এমদাদ (৩৫)। নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খানে আলম জানান, লরিটি নেত্রকোনা থেকে লক্ষ্মীগঞ্জ যাওয়ার পথে বাইসতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন আগুন পোহানোরত এমদাদ ও ভ্যানচালক সেলিম।
প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ব্যবহৃত হয়েছে।