নোয়াখালীতে কাদের মির্জা
ভোটে ষড়যন্ত্র হলে ওবায়দুল কাদেরকেই দায় নিতে হবে
নোয়াখালী সংবাদদাতা | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নির্বাচন ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। আর নির্বাচনে অনিয়ম হলে তার দায়দায়িত্ব তার ভাই ওবায়দুল কাদেরকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের একটি মিলনায়তনে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত এক কর্মিসভায় আবদুল কাদের মির্জা এসব কথা বলেন। তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকলেও সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হয়।
আবদুল কাদের মির্জা বলেন, ‘ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। পোলিং, প্রিসাইডিং অফিসার দিচ্ছে বিএনপি-জামায়াতের। একটাও আওয়ামী লীগ নাই। এগুলো সব ঢাকা থেকে কিছু নেতা করছেন, ওবায়দুল কাদের সাহেব কিছু বলেন না।’
পুলিশ প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাকে মুঠোফোনে হুমকি দিয়েছে যুব মহিলা লীগ পরিচয় দিয়ে। ওই নারীর নম্বর ট্র্যাকিং করে তার নাম-পরিচয় বের করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এটা থেকে কী প্রমাণিত হয়, আপনারা বোঝেন। দলের দুর্নীতিবাজদের বিচার হইছে, প্রশাসনের হয়নি; এ কথা বলায় প্রশাসন বিরুদ্ধে চলে গেছে।’
কর্মিসভায় আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘ষড়যন্ত্র করলে এর দায় আমাদের নেতা ওবায়দুল কাদেরকে প্রথমে নিতে হবে। তিনি এখানকার এমপি, তারপর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তাকে নিতে হবে। একরাম ও নিজাম হাজারীর ষড়যন্ত্রে এসব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আর হামিদ সাহেব (রাষ্ট্রপতি আবদুল হামিদ) ছাড়া আর কোন কোন নেতা ভালো আছেন? আছেন নিশ্চয়ই কয়েকজন। তবে এই দুজন ভালো। শেখ হাসিনা যা করছেন, সেটা বিরল। হামিদ সাহেব বিরোধী দলে থাকাকালেও সাংসদ নির্বাচিত হয়েছেন। কত জনপ্রিয়তা থাকলে, কত ভালো মানুষ হলে এমন হয়।’
কর্মিসভায় বসুরহাট উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নোয়াখালী সংবাদদাতা | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নির্বাচন ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন। আর নির্বাচনে অনিয়ম হলে তার দায়দায়িত্ব তার ভাই ওবায়দুল কাদেরকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের একটি মিলনায়তনে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত এক কর্মিসভায় আবদুল কাদের মির্জা এসব কথা বলেন। তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
সমাবেশে উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকলেও সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হয়।
আবদুল কাদের মির্জা বলেন, ‘ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। পোলিং, প্রিসাইডিং অফিসার দিচ্ছে বিএনপি-জামায়াতের। একটাও আওয়ামী লীগ নাই। এগুলো সব ঢাকা থেকে কিছু নেতা করছেন, ওবায়দুল কাদের সাহেব কিছু বলেন না।’
পুলিশ প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাকে মুঠোফোনে হুমকি দিয়েছে যুব মহিলা লীগ পরিচয় দিয়ে। ওই নারীর নম্বর ট্র্যাকিং করে তার নাম-পরিচয় বের করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এটা থেকে কী প্রমাণিত হয়, আপনারা বোঝেন। দলের দুর্নীতিবাজদের বিচার হইছে, প্রশাসনের হয়নি; এ কথা বলায় প্রশাসন বিরুদ্ধে চলে গেছে।’
কর্মিসভায় আবদুল কাদের মির্জা আরও বলেন, ‘ষড়যন্ত্র করলে এর দায় আমাদের নেতা ওবায়দুল কাদেরকে প্রথমে নিতে হবে। তিনি এখানকার এমপি, তারপর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তাকে নিতে হবে। একরাম ও নিজাম হাজারীর ষড়যন্ত্রে এসব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আর হামিদ সাহেব (রাষ্ট্রপতি আবদুল হামিদ) ছাড়া আর কোন কোন নেতা ভালো আছেন? আছেন নিশ্চয়ই কয়েকজন। তবে এই দুজন ভালো। শেখ হাসিনা যা করছেন, সেটা বিরল। হামিদ সাহেব বিরোধী দলে থাকাকালেও সাংসদ নির্বাচিত হয়েছেন। কত জনপ্রিয়তা থাকলে, কত ভালো মানুষ হলে এমন হয়।’
কর্মিসভায় বসুরহাট উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।