বিশ্বের ‘সর্বোচ্চ মৃত্যুহার’ যুক্তরাজ্যে
রূপান্তর ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০
এক লাখ বাসিন্দার গড় হিসাবে যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত্যুহার সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে গতকাল শনিবার এ খবর দিয়েছে সিএনএন। যুক্তরাজ্যে এ যাবত একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮২০ জনের মৃত্যু হয় গত বুধবার। গত সপ্তাহজুড়েই গড়ে দিনে ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে।
করোনার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের তুলনা অসম্পূর্ণ। যদিও জন হপকিন্স পৃথক দেশ থেকে তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে প্রতিবেদন দেয়। কিন্তু যুক্তরাজ্যের ক্ষেত্রে দেশটির ৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার মাথাপিছুর ভিত্তিতে মৃত্যুহার নির্ণয় করা হয়েছে। আর এতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় দেশগুলোর মৃত্যুর রেকর্ডের তুলনায় অনেক বেশি। করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে ৯৬ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে।
সিএনএন বলছে, মাথাপিছু হিসাবে যুক্তরাজ্যে করোনায় সর্বোচ্চ ১৪২ দশমিক ৫৩ মৃত্যুহার। ১৪০ দশমিক ৯১ নিয়ে এরপরের অবস্থানে চেক রিপাবলিক। তৃতীয় ইতালিতে ১৩৯ দশমিক ৩৪, চতুর্থ যুক্তরাষ্ট্রে ১২৫ দশমিক ৩৫ ও ১১৭ দশমিক ৮০ নিয়ে পঞ্চম অবস্থান স্পেনের।
এমন প্রেক্ষাপটে গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘যুক্তরাজ্যে বর্তমানে সংক্রমণ হার এত বেশি যে, লকডাউন তুলে নেওয়ার বিষয়ে মন্তব্য করার সময়ই এখন নয়।’
এদিকে বৈশ্বিক করোনা সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৬৮ হাজারের বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭ কোটি ১০ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ২১ লাখ ১৯ হাজারের বেশি।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মোট ২ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ২১৪ জন শনাক্ত, মারা গেছে ৪ লাখ ২৪ হাজার ২৭৫ জন। এরপরের অবস্থানে ভারত। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৮০ জন। মারা গেছে ১ লাখ ৫৩ হাজার ৩১৬ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট ৮৭ লাখ ৫৫ হাজার ১৩৩ জন শনাক্ত ও ২ লাখ ১৫ হাজার ২৯৯ জন মারা গেছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০

এক লাখ বাসিন্দার গড় হিসাবে যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত্যুহার সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে গতকাল শনিবার এ খবর দিয়েছে সিএনএন। যুক্তরাজ্যে এ যাবত একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮২০ জনের মৃত্যু হয় গত বুধবার। গত সপ্তাহজুড়েই গড়ে দিনে ১ হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে।
করোনার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের তুলনা অসম্পূর্ণ। যদিও জন হপকিন্স পৃথক দেশ থেকে তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে প্রতিবেদন দেয়। কিন্তু যুক্তরাজ্যের ক্ষেত্রে দেশটির ৬ কোটি ৬০ লাখ জনসংখ্যার মাথাপিছুর ভিত্তিতে মৃত্যুহার নির্ণয় করা হয়েছে। আর এতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় দেশগুলোর মৃত্যুর রেকর্ডের তুলনায় অনেক বেশি। করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে ৯৬ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে।
সিএনএন বলছে, মাথাপিছু হিসাবে যুক্তরাজ্যে করোনায় সর্বোচ্চ ১৪২ দশমিক ৫৩ মৃত্যুহার। ১৪০ দশমিক ৯১ নিয়ে এরপরের অবস্থানে চেক রিপাবলিক। তৃতীয় ইতালিতে ১৩৯ দশমিক ৩৪, চতুর্থ যুক্তরাষ্ট্রে ১২৫ দশমিক ৩৫ ও ১১৭ দশমিক ৮০ নিয়ে পঞ্চম অবস্থান স্পেনের।
এমন প্রেক্ষাপটে গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘যুক্তরাজ্যে বর্তমানে সংক্রমণ হার এত বেশি যে, লকডাউন তুলে নেওয়ার বিষয়ে মন্তব্য করার সময়ই এখন নয়।’
এদিকে বৈশ্বিক করোনা সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যে গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ কোটি ৮৮ লাখ ৬৮ হাজারের বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৭ কোটি ১০ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। আর মারা গেছে ২১ লাখ ১৯ হাজারের বেশি।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মোট ২ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ২১৪ জন শনাক্ত, মারা গেছে ৪ লাখ ২৪ হাজার ২৭৫ জন। এরপরের অবস্থানে ভারত। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৮০ জন। মারা গেছে ১ লাখ ৫৩ হাজার ৩১৬ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট ৮৭ লাখ ৫৫ হাজার ১৩৩ জন শনাক্ত ও ২ লাখ ১৫ হাজার ২৯৯ জন মারা গেছে।