করোনার টিকা গ্রহীতা কমেছে
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
গত দুই দিন ধরে দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা কমছে। গত শুক্র ও রবিবার ছুটি থাকায় এ দুই দিন টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় টিকা নিয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন ও শনিবার ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন। গতকাল সোমবার টিকা নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। সে হিসাবে দেখা গেছে, বৃহস্পতিবারের তুলনায় শনিবার টিকা কম নিয়েছেন ২৭ হাজার ৩৮১ জন। আবার শনিবারের তুলনায় গতকাল সোমবার কম নিয়েছেন ৯ হাজার ২৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক টিকাদান পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন ও নারী ৮৫ হাজার ৫০০ জন। এই নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট টিকা নিলেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৪৭টি কেন্দ্রে টিকা নিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৭০ জন ও নারী ১০ হাজার ২৭১ জন। এই নিয়ে ঢাকা মহানগরে মোট টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১৮৩ জন।
বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৭৬৭ জন ও নারী ২৫ হাজার ১৭১ জন। সবচেয়ে কম নিয়েছেন ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৯৮২ জন ও নারী ৪ হাজার ৩২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন ও রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন টিকা নিয়েছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

গত দুই দিন ধরে দেশে করোনার টিকাগ্রহীতার সংখ্যা কমছে। গত শুক্র ও রবিবার ছুটি থাকায় এ দুই দিন টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় টিকা নিয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন ও শনিবার ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন। গতকাল সোমবার টিকা নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। সে হিসাবে দেখা গেছে, বৃহস্পতিবারের তুলনায় শনিবার টিকা কম নিয়েছেন ২৭ হাজার ৩৮১ জন। আবার শনিবারের তুলনায় গতকাল সোমবার কম নিয়েছেন ৯ হাজার ২৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক টিকাদান পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন ও নারী ৮৫ হাজার ৫০০ জন। এই নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট টিকা নিলেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৪৭টি কেন্দ্রে টিকা নিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৭০ জন ও নারী ১০ হাজার ২৭১ জন। এই নিয়ে ঢাকা মহানগরে মোট টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১৮৩ জন।
বিভাগগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৭৬৭ জন ও নারী ২৫ হাজার ১৭১ জন। সবচেয়ে কম নিয়েছেন ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৯৮২ জন ও নারী ৪ হাজার ৩২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন ও রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন টিকা নিয়েছেন।