আফগানিস্তানের জন্য পাকিস্তানকে পাশে চায় যুক্তরাষ্ট্র : ইমরান
রূপান্তর ডেস্ক | ১৩ আগস্ট, ২০২১ ০০:০০
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের চলমান বিশৃঙ্খলা সামলাতেই তার দেশকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে গতকাল বৃহস্পতিবার খবর দিয়েছে রয়টার্স।
আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর দেশটিতে সংঘাত বেড়েছে। ক্ষমতা দখলে মরিয়া তালেবানের সঙ্গে আফগান সেনা সদস্যদের সংঘর্ষের কারণে সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইমরান খান বলেন, ‘২০ বছর ধরে আফগানিস্তানে সামরিক সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল আসেনি। এখন বিশৃঙ্খলা সামলানোর জন্য পাকিস্তানকে দরকার বলে মনে করা হচ্ছে।’
তিনি সাফ জানান, আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান কোনো পক্ষেই অবস্থান নেয়নি। তবে এ মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সমাধান খুবই কঠিন বলে মন্তব্য করেন ইমরান খান।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ঘোষণার পর থেকে আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান। গতকাল বৃহস্পতিবার তারা দেশটির গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গজনির দখল নিয়েছে। সব মিলে গত এক সপ্তাহে ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৩ আগস্ট, ২০২১ ০০:০০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের চলমান বিশৃঙ্খলা সামলাতেই তার দেশকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে গতকাল বৃহস্পতিবার খবর দিয়েছে রয়টার্স।
আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর দেশটিতে সংঘাত বেড়েছে। ক্ষমতা দখলে মরিয়া তালেবানের সঙ্গে আফগান সেনা সদস্যদের সংঘর্ষের কারণে সেখানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ইমরান খান বলেন, ‘২০ বছর ধরে আফগানিস্তানে সামরিক সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল আসেনি। এখন বিশৃঙ্খলা সামলানোর জন্য পাকিস্তানকে দরকার বলে মনে করা হচ্ছে।’
তিনি সাফ জানান, আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তান কোনো পক্ষেই অবস্থান নেয়নি। তবে এ মুহূর্তে দেশটিতে রাজনৈতিক সমাধান খুবই কঠিন বলে মন্তব্য করেন ইমরান খান।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ঘোষণার পর থেকে আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করছে তালেবান। গতকাল বৃহস্পতিবার তারা দেশটির গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গজনির দখল নিয়েছে। সব মিলে গত এক সপ্তাহে ১০টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান।