যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে বুস্টার ডোজ
রূপান্তর ডেস্ক | ১৩ আগস্ট, ২০২১ ০০:০০
রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল এমন ব্যক্তিদের জন্য করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দিতে পারে বলে খবর দিয়েছে সিএনএন।
মডার্না ও ফাইজারের টিকা দুই ডোজের। এ দুটি টিকার ক্ষেত্রে তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে এফডিএর এক মুখপাত্র বলেন, যাদের রোগ যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গবেষণা চলছে। এ সংক্রান্ত তথ্য গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এফডিএ ও সিডিসি টিকা নিয়ে বিভিন্ন দিক গবেষণা করছে। শিগগিরই তারা এসব তথ্য প্রকাশ করবে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি বলছে, দিন দিন এটা পরিষ্কার হচ্ছে, টিকা নেওয়ার পরও অনেকে ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ, করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠেনি বলে চিকিৎসকরা বলেছেন।
সিডিসির তথ্যসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৭ শতাংশ টিকাগ্রহীতার করোনা প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বা নষ্ট হয়ে গেছে। তবে কারা এই তৃতীয় ডোজ পাবেন তা এখনো স্পষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রে যাদের অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, যারা ক্যানসার ও এইডসে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৩ আগস্ট, ২০২১ ০০:০০

রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল এমন ব্যক্তিদের জন্য করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ ঘোষণা দিতে পারে বলে খবর দিয়েছে সিএনএন।
মডার্না ও ফাইজারের টিকা দুই ডোজের। এ দুটি টিকার ক্ষেত্রে তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে এফডিএর এক মুখপাত্র বলেন, যাদের রোগ যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের তৃতীয় ডোজ দেওয়ার ব্যাপারে গবেষণা চলছে। এ সংক্রান্ত তথ্য গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এফডিএ ও সিডিসি টিকা নিয়ে বিভিন্ন দিক গবেষণা করছে। শিগগিরই তারা এসব তথ্য প্রকাশ করবে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি বলছে, দিন দিন এটা পরিষ্কার হচ্ছে, টিকা নেওয়ার পরও অনেকে ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ, করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠেনি বলে চিকিৎসকরা বলেছেন।
সিডিসির তথ্যসূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৭ শতাংশ টিকাগ্রহীতার করোনা প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বা নষ্ট হয়ে গেছে। তবে কারা এই তৃতীয় ডোজ পাবেন তা এখনো স্পষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রে যাদের অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, যারা ক্যানসার ও এইডসে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।