ভারত থেকে এলো আরও ৪৫ লাখ ডোজ টিকা
নিজস্ব প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কভিশিল্ডের ৪৫ লাখ ডোজ দেশে এসেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব টিকা। এ নিয়ে সেরাম থেকে কেনা ৩ কোটি ডোজ টিকার মধ্যে ১ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেশে এলো।
গতকাল রাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা জানান, বিমানবন্দরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেছেন। টিকাগুলো আপাতত টঙ্গীতে তাদের ওয়্যারহাউজে রাখা হয়েছে। সেখান থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
২০২০ সালের নভেম্বর মাসে কভিশিল্ডের ৩ কোটি ডোজ টিকা কিনতে সেরামের সঙ্গে চুক্তি করে সরকার। এ বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে টিকা আসে ২০ লাখ ডোজ। তবে কেনা টিকার প্রথম দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞায় টিকা পাঠানো বন্ধ করে দেয় সেরাম ইনস্টিটিউট। এরপর থেকে নানান চেষ্টা ও আলোচনা চললেও আর টিকা পায়নি বাংলাদেশ। প্রায় ৯ মাস পর গতকাল ওই টিকার তৃতীয় চালান এলো।
অবশ্য কেনা এই টিকা ছাড়াও ভারত সরকারের উপহার হিসেবে দুই দফায় মোট ৩২ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা কভিশিল্ডের ৪৫ লাখ ডোজ দেশে এসেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব টিকা। এ নিয়ে সেরাম থেকে কেনা ৩ কোটি ডোজ টিকার মধ্যে ১ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেশে এলো।
গতকাল রাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা জানান, বিমানবন্দরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেছেন। টিকাগুলো আপাতত টঙ্গীতে তাদের ওয়্যারহাউজে রাখা হয়েছে। সেখান থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
২০২০ সালের নভেম্বর মাসে কভিশিল্ডের ৩ কোটি ডোজ টিকা কিনতে সেরামের সঙ্গে চুক্তি করে সরকার। এ বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে টিকা আসে ২০ লাখ ডোজ। তবে কেনা টিকার প্রথম দুই চালানে ৭০ লাখ ডোজ পাঠানোর পর ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞায় টিকা পাঠানো বন্ধ করে দেয় সেরাম ইনস্টিটিউট। এরপর থেকে নানান চেষ্টা ও আলোচনা চললেও আর টিকা পায়নি বাংলাদেশ। প্রায় ৯ মাস পর গতকাল ওই টিকার তৃতীয় চালান এলো।
অবশ্য কেনা এই টিকা ছাড়াও ভারত সরকারের উপহার হিসেবে দুই দফায় মোট ৩২ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।