শাহজালাল বিমানবন্দর
মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, সতর্কতা চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মালয়েশিয়া থেকে আসা উড়োজাহাজটির এক যাত্রীর কাছে বোমা আছে এমন খবরে গতকাল বুধবার রাতে বিমানবন্দরে সতর্ক অবস্থানও নিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উড়োজাহাজটিতে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়েও বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। তবে এই কারণে বিমানবন্দরে দুই ঘণ্টার বেশি সময় সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা জানান, কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটটি রাত ১০টার দিকে ঢাকায় অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায় ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। অবতরণের পর উড়োজাহাজটি বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে নিয়ে তল্লাশি চালানো হয়। বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি চালান। তবে কিছুই পাওয়া যায়নি। এর আগে অবশ্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উড়োজাহাজের বোমার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি বিমানবন্দরে যায়। এই ঘটনার কারণে শাহজালালে বেশ কিছুক্ষণ উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নান রাতে বলেছিলেন, ‘আমরা এরকম একটি খবর পেয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছি। আমরা স্ট্যান্ডবাই আছি, প্রয়োজন হলেই মুভ করব।’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, মালয়েশিয়ার একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়েছে।
শাহজালালের গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ‘বোমা থাকার খবরে উড়োজাহাজটি অবতরণের পর তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। তবে এখনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
এদিকে ঢাকার এই ঘটনার আগে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬১৭ ফ্লাইটটি গতকাল রাত ৮টা ২০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। অবতরণের আগে ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এরপর প্রায় এক ঘণ্টার বেশি সময় এটি আকাশে উড়তে থাকে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে রাত পৌনে ১০টায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ খান দেশ রূপান্তরকে বলেন, ফ্লাইটটি রানওয়েতে নিরাপদে অবতরণের পর যাত্রীদের নামিয়ে আনা হয়। পরে বিমানটিকে পার্কিংয়ে নিয়ে আসা হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মালয়েশিয়া থেকে আসা উড়োজাহাজটির এক যাত্রীর কাছে বোমা আছে এমন খবরে গতকাল বুধবার রাতে বিমানবন্দরে সতর্ক অবস্থানও নিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উড়োজাহাজটিতে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়েও বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। তবে এই কারণে বিমানবন্দরে দুই ঘণ্টার বেশি সময় সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল।
বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা জানান, কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ ফ্লাইটটি রাত ১০টার দিকে ঢাকায় অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায় ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। অবতরণের পর উড়োজাহাজটি বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে নিয়ে তল্লাশি চালানো হয়। বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি চালান। তবে কিছুই পাওয়া যায়নি। এর আগে অবশ্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উড়োজাহাজের বোমার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি বিমানবন্দরে যায়। এই ঘটনার কারণে শাহজালালে বেশ কিছুক্ষণ উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নান রাতে বলেছিলেন, ‘আমরা এরকম একটি খবর পেয়ে বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছি। আমরা স্ট্যান্ডবাই আছি, প্রয়োজন হলেই মুভ করব।’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, মালয়েশিয়ার একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়েছে।
শাহজালালের গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ‘বোমা থাকার খবরে উড়োজাহাজটি অবতরণের পর তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। তবে এখনো সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
এদিকে ঢাকার এই ঘটনার আগে যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬১৭ ফ্লাইটটি গতকাল রাত ৮টা ২০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। অবতরণের আগে ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এরপর প্রায় এক ঘণ্টার বেশি সময় এটি আকাশে উড়তে থাকে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে রাত পৌনে ১০টায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ খান দেশ রূপান্তরকে বলেন, ফ্লাইটটি রানওয়েতে নিরাপদে অবতরণের পর যাত্রীদের নামিয়ে আনা হয়। পরে বিমানটিকে পার্কিংয়ে নিয়ে আসা হয়েছে।