সাজেকে আগুনে পুড়ল রিসোর্ট রেস্তোরাঁ ও বাড়ি
রাঙ্গামাটি প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে মধ্যরাতের আগুনে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বাড়ি পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই। তবে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় প্রথমে সেনাসদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে পাশের জেলা খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে অবকাশ, ইমানুয়েল ও মেঘছুট নামে তিনটি রিসোর্ট, মারুতি নামে একটি রেস্টুরেন্ট এবং পার্শ্ববর্তী জাকারিয়া লুসাইয়ের বাড়ি পুড়ে গেছে।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিস টিম এলাকাবাসী ও সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’
বুধবার রাতের এই অগ্নিকাণ্ডের সময় পর্যটকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সাজেক থানার ওসি নুরুল আলম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘রিসোর্টগুলোতে ৫৬ জন পর্যটক ছিল। আগুন লাগার পর তাদের সবাই নিরাপদে বের হতে পেরেছেন। পর্যটকদের কারও কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।’
শেয়ার করুন
রাঙ্গামাটি প্রতিনিধি | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে মধ্যরাতের আগুনে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বাড়ি পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই। তবে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় প্রথমে সেনাসদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে পাশের জেলা খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে অবকাশ, ইমানুয়েল ও মেঘছুট নামে তিনটি রিসোর্ট, মারুতি নামে একটি রেস্টুরেন্ট এবং পার্শ্ববর্তী জাকারিয়া লুসাইয়ের বাড়ি পুড়ে গেছে।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিস টিম এলাকাবাসী ও সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’
বুধবার রাতের এই অগ্নিকাণ্ডের সময় পর্যটকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সাজেক থানার ওসি নুরুল আলম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘রিসোর্টগুলোতে ৫৬ জন পর্যটক ছিল। আগুন লাগার পর তাদের সবাই নিরাপদে বের হতে পেরেছেন। পর্যটকদের কারও কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।’