টাঙ্গাইলে স্কুলের সামনে ছাত্রীকে ট্রাকচাপা
রূপান্তর ডেস্ক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় হাফিজা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কেপি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে। জানা যায়, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইটবোঝাই ট্রাক এলেঙ্গা আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যায়। বাকি যাত্রীরা আহত হয়। পরে ট্রাকটিকে জনতা আটক করলেও চালক পালিয়ে যায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালককে আটক করার জন্য চেষ্টা চলছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও সড়ক দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। কুমিল্লার দেবীদ্বারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের কয়লাবাড়ি এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত : রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় হায়াতুল্লাহ ওরফে হায়াতুল (৩০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার তারাইকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে হায়াতুল। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন কুড়িল মৃধাবাড়ি এলাকায়। তিনি নিজেও পেশায় প্রাইভেট কারচালক।
চাঁদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত : চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০), মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)। এই ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার দেবীদ্বারে একজন নিহত : কুমিল্লার দেবীদ্বারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ২ জন। নিহত মো. সকাল মিয়া (২০) পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের ছাফর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সকাল মিয়া বাড়ি থেকে মোটর সাইকেলে দেবীদ্বারে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা কলেজ গেটের সামনে এক পথচারী মহিলা হঠাৎ এসে সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে গেলে ঘটনাস্থলেই চালক সকাল মিয়ার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের কয়লাবাড়ি এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন, শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড়ের জানে আমলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু : রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। দ্রুতগতির ওই বাসটি মো. তৌফিক নামে পাঁচ বছর বয়সী শিশুটিকে চাপা দিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলেই তৌফিকের মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় হাফিজা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কেপি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে। জানা যায়, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইটবোঝাই ট্রাক এলেঙ্গা আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যায়। বাকি যাত্রীরা আহত হয়। পরে ট্রাকটিকে জনতা আটক করলেও চালক পালিয়ে যায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালককে আটক করার জন্য চেষ্টা চলছে।
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও সড়ক দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। কুমিল্লার দেবীদ্বারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের কয়লাবাড়ি এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত : রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় হায়াতুল্লাহ ওরফে হায়াতুল (৩০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার তারাইকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে হায়াতুল। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন কুড়িল মৃধাবাড়ি এলাকায়। তিনি নিজেও পেশায় প্রাইভেট কারচালক।
চাঁদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত : চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০), মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)। এই ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার দেবীদ্বারে একজন নিহত : কুমিল্লার দেবীদ্বারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ২ জন। নিহত মো. সকাল মিয়া (২০) পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের ছাফর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সকাল মিয়া বাড়ি থেকে মোটর সাইকেলে দেবীদ্বারে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা কলেজ গেটের সামনে এক পথচারী মহিলা হঠাৎ এসে সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে গেলে ঘটনাস্থলেই চালক সকাল মিয়ার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের কয়লাবাড়ি এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন, শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড়ের জানে আমলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু : রাজশাহীর গোদাগাড়ীতে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। দ্রুতগতির ওই বাসটি মো. তৌফিক নামে পাঁচ বছর বয়সী শিশুটিকে চাপা দিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলেই তৌফিকের মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে।