৯ দিন পর সর্বোচ্চ ৬ মৃত্যু
বিশেষ প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
দেশে করোনায় এক দিনে দ্বিগুণ মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩। তবে আগের দিনের তুলনায় গতকাল রোগী ও শনাক্ত হার কমেছে। গত শুক্রবার রোগী শনাক্ত হয়েছে ১৭৬ জন ও পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার রোগী ছিল ২৪৩ জন ও শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।
এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ৯ জন, ২৫ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর মৃত্যু ১ জনে নেমে এসেছিল। বাকি দিনগুলোতে মৃত্যু তিনের ওপরে ওঠেনি। ৯ দিন পর গতকালই সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হলো। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন এবং মোট মারা গেছে ২৭ হাজার ৯৯৫ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে কভিড-১৯ পরিস্থিতি বুলেটিনটি রাত ৯টা পর্যন্ত এসে পৌঁছেনি। অন্যদিন বিকেলেই গণমাধ্যমে অধিদপ্তর থেকে বুলেটিন পাঠানো হয়। বুলেটিনের ব্যাপারে গতকাল একাধিকবার অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করলে সেখানে কর্মরতরা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর হয়নি বলে পাঠানো যাচ্ছে না। পরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে রাত সাড়ে ৮টার দিকে ফোন করলে তিনি দেশ রূপান্তরকে জানান, ১০ মিনিটের মধ্যে বুলেটিন মেইল করা হবে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত বুলেটিন পাওয়া যায়নি। শেষে অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া স্বাক্ষরবিহীন বুলেটিন থেকে করোনার দৈনিক তথ্য জানা যায়।
সরকারি হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৬২ জন সেরে উঠেছে। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ২০৩ জন।
শেয়ার করুন
বিশেষ প্রতিনিধি | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

দেশে করোনায় এক দিনে দ্বিগুণ মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩। তবে আগের দিনের তুলনায় গতকাল রোগী ও শনাক্ত হার কমেছে। গত শুক্রবার রোগী শনাক্ত হয়েছে ১৭৬ জন ও পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার রোগী ছিল ২৪৩ জন ও শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।
এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ৯ জন, ২৫ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর মৃত্যু ১ জনে নেমে এসেছিল। বাকি দিনগুলোতে মৃত্যু তিনের ওপরে ওঠেনি। ৯ দিন পর গতকালই সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হলো। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন এবং মোট মারা গেছে ২৭ হাজার ৯৯৫ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে কভিড-১৯ পরিস্থিতি বুলেটিনটি রাত ৯টা পর্যন্ত এসে পৌঁছেনি। অন্যদিন বিকেলেই গণমাধ্যমে অধিদপ্তর থেকে বুলেটিন পাঠানো হয়। বুলেটিনের ব্যাপারে গতকাল একাধিকবার অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করলে সেখানে কর্মরতরা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর হয়নি বলে পাঠানো যাচ্ছে না। পরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে রাত সাড়ে ৮টার দিকে ফোন করলে তিনি দেশ রূপান্তরকে জানান, ১০ মিনিটের মধ্যে বুলেটিন মেইল করা হবে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত বুলেটিন পাওয়া যায়নি। শেষে অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া স্বাক্ষরবিহীন বুলেটিন থেকে করোনার দৈনিক তথ্য জানা যায়।
সরকারি হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৬২ জন সেরে উঠেছে। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ২০৩ জন।