ভোট দিয়ে শামীম ওসমান
হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্ট আছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের প্রায় শেষ সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাংসদ শামীম ওসমান। ভোটগ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ভোট দিতে আসেন। কেন্দ্রটির ৩০১ নম্বর কক্ষে ভোট দেন।
ভোট দেওয়া শেষে শামীম ওসমান সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, তার হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্ট আছে। তবে তিনি নৌকা ছাড়া কথা বলেননি এবং নৌকা হারবে না বলেও জানান। তিনি আরও বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই। নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান জনগণের। আমি একটা ভোট দিয়েছি জনগণ হিসেবে। আমার তো দুই ভোট নাই, আমারও এক ভোট, জনগণেরও এক ভোট। সবকিছুর অ্যাচিভমেন্ট জনগণের। যেই খেলা হয়েছে, সেই খেলা চলছে। এই খেলাতে আমরা জিতব।’ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার কাছে ভোট চেয়েছেন কি না জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘যার কথা বললেন, তিনি আমার কাছে ভোট চাননি। তবে সে জানে, ভোট না চাইলেও আমি তার জন্য ভোট চাইব।’
তিনি আরও বলেন, ‘আমাদের অ্যাচিভমেন্ট হলো জনগণ স্যাটিসফাইড কি না। জনগণ সেটিসফাইড যে তারা তাদের ভোট দিতে পেরেছে। এ পর্যন্ত আমি জানি। পরেরটা পরে। প্রার্থীরাও বলেছেন তারা স্যাটিসফাইড। জনগণ যদি সন্তুষ্ট হয়, সেটাই জাতির পিতার কন্যা শেখ হাসিনার অ্যাচিভমেন্ট বলে মনে করি।’
শামীম ওসমান বলেন, ‘আই অ্যাম দ্য সোলজার অব শেখ হাসিনা। আমি সারা জীবন প্রতীকের পক্ষেই কাজ করেছি এবং করব। এখানে প্রার্থী কে সেটা বড় বিষয় না। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচনে অনেক কিছু হবে। বারবার নারায়ণগঞ্জ নিয়ে অনেক কথা হয়। কিন্তু জাতীয় সংসদ, ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধাক্কাধাক্কি হয়নি, কারও মাথাও ফাটেনি।’
ইভিএমে ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমে ভোট দিয়েছি। আবার বউ প্রথম যেমন কবুল বলেছিলেন, সেটা শোনার যে অনুভূতি, এখন ইভিএমে ভোট দিয়ে সে ধরনের অনুভূতির সৃষ্টি হয়েছে।’
শেয়ার করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের প্রায় শেষ সময়ে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাংসদ শামীম ওসমান। ভোটগ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ভোট দিতে আসেন। কেন্দ্রটির ৩০১ নম্বর কক্ষে ভোট দেন।
ভোট দেওয়া শেষে শামীম ওসমান সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, তার হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্ট আছে। তবে তিনি নৌকা ছাড়া কথা বলেননি এবং নৌকা হারবে না বলেও জানান। তিনি আরও বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই। নৌকার বিজয় হলে সম্পূর্ণ অবদান জনগণের। আমি একটা ভোট দিয়েছি জনগণ হিসেবে। আমার তো দুই ভোট নাই, আমারও এক ভোট, জনগণেরও এক ভোট। সবকিছুর অ্যাচিভমেন্ট জনগণের। যেই খেলা হয়েছে, সেই খেলা চলছে। এই খেলাতে আমরা জিতব।’ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী তার কাছে ভোট চেয়েছেন কি না জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘যার কথা বললেন, তিনি আমার কাছে ভোট চাননি। তবে সে জানে, ভোট না চাইলেও আমি তার জন্য ভোট চাইব।’
তিনি আরও বলেন, ‘আমাদের অ্যাচিভমেন্ট হলো জনগণ স্যাটিসফাইড কি না। জনগণ সেটিসফাইড যে তারা তাদের ভোট দিতে পেরেছে। এ পর্যন্ত আমি জানি। পরেরটা পরে। প্রার্থীরাও বলেছেন তারা স্যাটিসফাইড। জনগণ যদি সন্তুষ্ট হয়, সেটাই জাতির পিতার কন্যা শেখ হাসিনার অ্যাচিভমেন্ট বলে মনে করি।’
শামীম ওসমান বলেন, ‘আই অ্যাম দ্য সোলজার অব শেখ হাসিনা। আমি সারা জীবন প্রতীকের পক্ষেই কাজ করেছি এবং করব। এখানে প্রার্থী কে সেটা বড় বিষয় না। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচনে অনেক কিছু হবে। বারবার নারায়ণগঞ্জ নিয়ে অনেক কথা হয়। কিন্তু জাতীয় সংসদ, ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধাক্কাধাক্কি হয়নি, কারও মাথাও ফাটেনি।’
ইভিএমে ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমে ভোট দিয়েছি। আবার বউ প্রথম যেমন কবুল বলেছিলেন, সেটা শোনার যে অনুভূতি, এখন ইভিএমে ভোট দিয়ে সে ধরনের অনুভূতির সৃষ্টি হয়েছে।’