শামীম ওসমানের কেন্দ্রে আইভীর হার
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র পদে টানা তৃতীয়বার জয় পেলেও সেখানকার আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্র হিসেবে পরিচিত আদর্শ স্কুল কেন্দ্রে হেরেছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ কেন্দ্রেই ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় এসে ভোট দেন শামীম ওসমান। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।
এই কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট। এ কেন্দ্রে ১ হাজার ১৭৩ জন ভোটার ভোট দেন। দুটি ভোট বাতিল হয়। ২ হাজার ৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র পদে টানা তৃতীয়বার জয় পেলেও সেখানকার আলোচিত সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্র হিসেবে পরিচিত আদর্শ স্কুল কেন্দ্রে হেরেছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ কেন্দ্রেই ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় এসে ভোট দেন শামীম ওসমান। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।
এই কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট। এ কেন্দ্রে ১ হাজার ১৭৩ জন ভোটার ভোট দেন। দুটি ভোট বাতিল হয়। ২ হাজার ৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
শেয়ার করুন