‘অসমাপ্ত কাজ শেষ করব’
নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যেসব কাজ হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করব। ভালো লাগছে হ্যাটট্রিক বিজয়ী হয়ে। কৃতজ্ঞতাটাই আসছে মনের ভেতর থেকে। এই শহরের মানুষ আমাকে বিমুখ করেনি।’ গতকাল রবিবার রাতে ভোটের ফল ঘোষণার পর দেওভোগের চুনকা কুটিরে সাংবাদিকদের এসব কথা বলেন আইভী। তিনি বলেন, ‘আমি যেমন বলেছিলাম ১ লাখ ব্যবধানে পাস করব। যদি ভোট কাস্টিং আরও বেশি হতো তাহলে সেই ১ লাখ পূরণ হতো। ইভিএমে প্রথম ভোট কাস্টিং কম হয়েছে। তবুও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে নগর গড়তে চাই।’
আইভী আরও বলেন, ‘আমার কাকা (তৈমূর) আগেও আমাকে অনেক কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনিও নারায়ণগঞ্জের মানুষ। উনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছেন জয়-পরাজয় যা হয় হবে। আমি উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছেন, আমিও বলেছি। তার পরিকল্পনার সঙ্গে অনেক কিছুই আমার মিল রয়েছে।’ তিনি বলেন, ‘আজকে আমার বিজয় হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ।’
নারায়ণগঞ্জ নগরকে উন্নত নগরীতে রূপান্তরের কাজে শামীম ওসমানকে সঙ্গে রাখবেন কি না এমন প্রশ্নে আইভী বলেন, ‘যে কেউ আমার সঙ্গে উন্নয়নে অংশ নিতে পারে। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবিলা করেছি আগামীতেও করব।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যেসব কাজ হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করব। ভালো লাগছে হ্যাটট্রিক বিজয়ী হয়ে। কৃতজ্ঞতাটাই আসছে মনের ভেতর থেকে। এই শহরের মানুষ আমাকে বিমুখ করেনি।’ গতকাল রবিবার রাতে ভোটের ফল ঘোষণার পর দেওভোগের চুনকা কুটিরে সাংবাদিকদের এসব কথা বলেন আইভী। তিনি বলেন, ‘আমি যেমন বলেছিলাম ১ লাখ ব্যবধানে পাস করব। যদি ভোট কাস্টিং আরও বেশি হতো তাহলে সেই ১ লাখ পূরণ হতো। ইভিএমে প্রথম ভোট কাস্টিং কম হয়েছে। তবুও আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে নগর গড়তে চাই।’
আইভী আরও বলেন, ‘আমার কাকা (তৈমূর) আগেও আমাকে অনেক কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনিও নারায়ণগঞ্জের মানুষ। উনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছেন জয়-পরাজয় যা হয় হবে। আমি উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছেন, আমিও বলেছি। তার পরিকল্পনার সঙ্গে অনেক কিছুই আমার মিল রয়েছে।’ তিনি বলেন, ‘আজকে আমার বিজয় হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ।’
নারায়ণগঞ্জ নগরকে উন্নত নগরীতে রূপান্তরের কাজে শামীম ওসমানকে সঙ্গে রাখবেন কি না এমন প্রশ্নে আইভী বলেন, ‘যে কেউ আমার সঙ্গে উন্নয়নে অংশ নিতে পারে। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবিলা করেছি আগামীতেও করব।’