চলচ্চিত্র নায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০
ঢাকার কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হযরতপুর সেতুর কাছ থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন থানাটির ওসি মো. আবু সালাম মিয়া।
নায়িকা শিমু গত রবিবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, শিমুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিমুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে নায়িকা সাদিয়া মির্জা বলেন, ‘কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রবিবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন।’
১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় রাইমা ইসলাম শিমুর। একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি নাটকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ২৩টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন বলে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন। সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০

ঢাকার কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে হযরতপুর সেতুর কাছ থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন থানাটির ওসি মো. আবু সালাম মিয়া।
নায়িকা শিমু গত রবিবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, শিমুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিমুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে নায়িকা সাদিয়া মির্জা বলেন, ‘কেরানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন শিমু আপার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। শিমু আপা রবিবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন।’
১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় রাইমা ইসলাম শিমুর। একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি নাটকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ২৩টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন বলে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন। সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।