করোনায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
শনাক্ত হার ২৮.০২%
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
দেশে চলতি মাসে করোনা রোগী প্রতিদিনই বাড়লেও গত এক দিনে রোগী কমেছে। এক দিনের ব্যবধানে রোগী কমেছে ১ হাজার ৮২০ জন। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। এর আগের দিন গত শুক্রবার এক দিনে ১১ হাজার ৪৩৪ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ১২ জনের।
গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশে ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক শূন্য ২ শতাংশে। এর আগে গত শুক্রবার
নমুনা পরীক্ষা হয়েছিল ৪০ হাজার ৪২৩ জনের। সেদিন শনাক্ত হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ২০৯ জনের। করোনা মহামারীর শুরু থেকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৯ হাজার ৬১৪ জনের মধ্যে মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৬ জন। আর বাকি ২ হাজার ৫৫৮ জন দেশের অন্যান্য জেলার। এছাড়া ঢাকা বিভাগে ৭ হাজার ৩৯৬, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ১ হাজার ৩৭৭, রাজশাহীতে ১৫৯, রংপুরে ৬৬, খুলনায় ১৬৩, বরিশালে ৫২ এবং সিলেট বিভাগে ৩২৮ জন শনাক্ত হয়েছে।
এ সময়ে মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে চারজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুজন মারা গেছে। ১৪ জন সরকারি হাসপাতালে ও ৩ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আরও ১ জনের ওমিক্রন শনাক্ত : গতকাল দেশে আরও একজনের নমুনায় ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। এ নিয়ে দেশে ৬৪ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য আপলোড করে এ সংস্থাটি। এছাড়া সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলন করে ৮ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দেয়। আর এখন পর্যন্ত সরকারি-বেসরকারি হিসাবে দেশে ৭২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
শেয়ার করুন
শনাক্ত হার ২৮.০২%
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

দেশে চলতি মাসে করোনা রোগী প্রতিদিনই বাড়লেও গত এক দিনে রোগী কমেছে। এক দিনের ব্যবধানে রোগী কমেছে ১ হাজার ৮২০ জন। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। এর আগের দিন গত শুক্রবার এক দিনে ১১ হাজার ৪৩৪ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ১২ জনের।
গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশে ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক শূন্য ২ শতাংশে। এর আগে গত শুক্রবার
নমুনা পরীক্ষা হয়েছিল ৪০ হাজার ৪২৩ জনের। সেদিন শনাক্ত হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ২০৯ জনের। করোনা মহামারীর শুরু থেকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৯ হাজার ৬১৪ জনের মধ্যে মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৬ জন। আর বাকি ২ হাজার ৫৫৮ জন দেশের অন্যান্য জেলার। এছাড়া ঢাকা বিভাগে ৭ হাজার ৩৯৬, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ১ হাজার ৩৭৭, রাজশাহীতে ১৫৯, রংপুরে ৬৬, খুলনায় ১৬৩, বরিশালে ৫২ এবং সিলেট বিভাগে ৩২৮ জন শনাক্ত হয়েছে।
এ সময়ে মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে চারজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুজন মারা গেছে। ১৪ জন সরকারি হাসপাতালে ও ৩ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আরও ১ জনের ওমিক্রন শনাক্ত : গতকাল দেশে আরও একজনের নমুনায় ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। এ নিয়ে দেশে ৬৪ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য আপলোড করে এ সংস্থাটি। এছাড়া সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলন করে ৮ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দেয়। আর এখন পর্যন্ত সরকারি-বেসরকারি হিসাবে দেশে ৭২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।