রান্নার গ্যাসের দাম কমল
১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ১৩৩৫ টাকা
নিজস্ব প্রতিবেদক | ৬ মে, ২০২২ ০০:০০
টানা কয়েক মাস ঊর্ধ্বমুখী থাকার পর এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল দেশের বাজারে। প্রতি কেজি এলপি গ্যাসে ৮.৬৮ টাকা কমিয়ে চলতি মাসে দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন ১২ কেজি এলপি গ্যাসের দাম পড়বে ১৩৩৫ টাকা। আগে ছিল ১৪৩৯ টাকা। এ হিসাবে ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১০৪ টাকা। এ ছাড়া অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৬২.২১ টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
গতকাল ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। অন্যদের মধ্যে ছিলেন কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে পড়াতে এপ্রিলে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়। যা সাম্প্রতিক বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এপ্রিল মাসে (সৌদি আরামকো) এলপি গ্যাসের উপাদান প্রপেন ও বিউটেন বিক্রি হয়েছে প্রতিটন যথাক্রমে ৯৪০ ও ৯৬০ ডলারে। চলতি মাসে কমে যথাক্রমে ৮৫০ ও ৮৬০ ডলারে নেমে এসেছে। ২০১৪ সালের পর আর কখনো এত বেশি দরে বেচাকেনা হয়নি বাংলাদেশে রান্নার কাজে বহুল ব্যবহৃত জ্বালানি পণ্যটি। অন্যপণ্যের দাম বাড়তে থাকলেও এলপি গ্যাসের দাম টনপ্রতি প্রায় ১০০ ডলার কমে গেছে। অবশ্য মে-জুন মাসে এলপি গ্যাসের চাহিদা কমে আসার কারণে এ সময়ে দাম কমতির দিকে থাকে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘কেউ এলপি গ্যাসের দাম বেশি চাইলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিন, অথবা আমাদের জানান। অতীতে অভিযোগ ছিল, বিইআরসি দর ঘোষণা করলেও মাঠ পর্যায়ে তেমন বাস্তবায়ন দেখা যায় না। অনেক বিক্রেতা তাদের খেয়াল খুশি মোতাবেক দাম আদায় করছে। সম্প্রতি এ বিষয়ে কঠোর অবস্থান দেখা গেছে, অন্যান্য পণ্যের মতোই এলপি গ্যাসের জন্যও মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকার একটি দোকানে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় জরিমানা করার পাশাপাশি দোকানটি সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’
গত বছরের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপি গ্যাসের দাম ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ওইদিন প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন বলা হয়েছিল আমদানিনির্ভর এই জ্বালানির দামের ভিত্তি মূল্য ধরা হবে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপি গ্যাসের দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
শেয়ার করুন
১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ১৩৩৫ টাকা
নিজস্ব প্রতিবেদক | ৬ মে, ২০২২ ০০:০০

টানা কয়েক মাস ঊর্ধ্বমুখী থাকার পর এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমল দেশের বাজারে। প্রতি কেজি এলপি গ্যাসে ৮.৬৮ টাকা কমিয়ে চলতি মাসে দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন ১২ কেজি এলপি গ্যাসের দাম পড়বে ১৩৩৫ টাকা। আগে ছিল ১৪৩৯ টাকা। এ হিসাবে ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১০৪ টাকা। এ ছাড়া অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৬২.২১ টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
গতকাল ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। অন্যদের মধ্যে ছিলেন কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে পড়াতে এপ্রিলে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়। যা সাম্প্রতিক বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এপ্রিল মাসে (সৌদি আরামকো) এলপি গ্যাসের উপাদান প্রপেন ও বিউটেন বিক্রি হয়েছে প্রতিটন যথাক্রমে ৯৪০ ও ৯৬০ ডলারে। চলতি মাসে কমে যথাক্রমে ৮৫০ ও ৮৬০ ডলারে নেমে এসেছে। ২০১৪ সালের পর আর কখনো এত বেশি দরে বেচাকেনা হয়নি বাংলাদেশে রান্নার কাজে বহুল ব্যবহৃত জ্বালানি পণ্যটি। অন্যপণ্যের দাম বাড়তে থাকলেও এলপি গ্যাসের দাম টনপ্রতি প্রায় ১০০ ডলার কমে গেছে। অবশ্য মে-জুন মাসে এলপি গ্যাসের চাহিদা কমে আসার কারণে এ সময়ে দাম কমতির দিকে থাকে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘কেউ এলপি গ্যাসের দাম বেশি চাইলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দিন, অথবা আমাদের জানান। অতীতে অভিযোগ ছিল, বিইআরসি দর ঘোষণা করলেও মাঠ পর্যায়ে তেমন বাস্তবায়ন দেখা যায় না। অনেক বিক্রেতা তাদের খেয়াল খুশি মোতাবেক দাম আদায় করছে। সম্প্রতি এ বিষয়ে কঠোর অবস্থান দেখা গেছে, অন্যান্য পণ্যের মতোই এলপি গ্যাসের জন্যও মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঢাকার একটি দোকানে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় জরিমানা করার পাশাপাশি দোকানটি সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’
গত বছরের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপি গ্যাসের দাম ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ওইদিন প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন বলা হয়েছিল আমদানিনির্ভর এই জ্বালানির দামের ভিত্তি মূল্য ধরা হবে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপি গ্যাসের দাম সমন্বয় করে আসছে বিইআরসি।