শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ দিল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | ৬ মে, ২০২২ ০০:০০
অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত শ্রীলঙ্কার দিকে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। দেশটির নাগরিকদের জন্য প্রথম দফায় ২০ কোটি টাকার ওষুধ উপহার দেওয়া হয়েছে। পরে আরও সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পণ্যের মধ্যে সরকার দিয়েছে ১০ কোটি টাকার ওষুধ এবং বেসরকারি খাত দিয়েছে ১০ কোটি টাকা। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপনের উপস্থিতিতে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাতেœর কাছে এই উপহার হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
করোনা-পরবর্তী সময়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। পাহাড়সম বিদেশি ঋণ ও রাজনৈতিক সংকটে মাত্র দুই কোটি জনসংখ্যার নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। প্রতিবেশীর এ দুরবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যেকোনো জাতিকে, বিশেষ করে প্রতিবেশীদের প্রতি সাহায্য করতে দ্বিধা করে না। তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে শ্রীলঙ্কাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।
শ্রীলঙ্কা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, ‘প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি। প্রয়োজন হলে আমরা তাদের আরও সহায়তা দেব।’ বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শ্রীলঙ্কাকে আরও কীভাবে সহযোগিতা করা যায় আমরা সেটিও বিবেচনা করছি।’
শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাতে্ন তার বক্তব্যে শ্রীলঙ্কার জনগণের জন্য ওষুধ সরবরাহের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি শ্রীলঙ্কা সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আগামী দিনে তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
ওষুধ উপহার দেওয়ায় উভয় দেশের সম্পর্কের গতিপথ সঠিক পথে রয়েছে বলেও যোগ করেন তিনি। এটিকে একটি প্রমাণ হিসেবেও অভিহিত করেন শ্রীলঙ্কার হাইকমিশনার। এর আগে ২০০ মিলিয়ন ডলার দিয়ে শ্রীলঙ্কার প্রতি বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৬ মে, ২০২২ ০০:০০

অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত শ্রীলঙ্কার দিকে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ। দেশটির নাগরিকদের জন্য প্রথম দফায় ২০ কোটি টাকার ওষুধ উপহার দেওয়া হয়েছে। পরে আরও সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পণ্যের মধ্যে সরকার দিয়েছে ১০ কোটি টাকার ওষুধ এবং বেসরকারি খাত দিয়েছে ১০ কোটি টাকা। প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপনের উপস্থিতিতে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাতেœর কাছে এই উপহার হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
করোনা-পরবর্তী সময়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। পাহাড়সম বিদেশি ঋণ ও রাজনৈতিক সংকটে মাত্র দুই কোটি জনসংখ্যার নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। প্রতিবেশীর এ দুরবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যেকোনো জাতিকে, বিশেষ করে প্রতিবেশীদের প্রতি সাহায্য করতে দ্বিধা করে না। তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে শ্রীলঙ্কাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।
শ্রীলঙ্কা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, ‘প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি। প্রয়োজন হলে আমরা তাদের আরও সহায়তা দেব।’ বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শ্রীলঙ্কাকে আরও কীভাবে সহযোগিতা করা যায় আমরা সেটিও বিবেচনা করছি।’
শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাতে্ন তার বক্তব্যে শ্রীলঙ্কার জনগণের জন্য ওষুধ সরবরাহের এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি শ্রীলঙ্কা সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আগামী দিনে তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
ওষুধ উপহার দেওয়ায় উভয় দেশের সম্পর্কের গতিপথ সঠিক পথে রয়েছে বলেও যোগ করেন তিনি। এটিকে একটি প্রমাণ হিসেবেও অভিহিত করেন শ্রীলঙ্কার হাইকমিশনার। এর আগে ২০০ মিলিয়ন ডলার দিয়ে শ্রীলঙ্কার প্রতি বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশ।