কাশিয়ানীর সড়কে তিন দম্পতিসহ ৯ জন নিহত
রূপান্তর ডেস্ক | ১৫ মে, ২০২২ ০০:০০
অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তান নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক বাসুদেব সাহা। কাশিয়ানীর ফুকরা থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন অনিক মিয়া ও জেসমিন আক্তার নামে নবদম্পতি। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সড়কের পাশে ধানমাড়াইয়ের কাজ করছিলেন আরেক দম্পতি ফিরোজ ও রুমা। মুহূর্তেই গাড়ির চাকায় থেমে যায় তাদের জীবনের চাকা। প্রাইভেটকার-মোটরসাইকেল-বাস ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারায় তিন দম্পতিসহ ৯ জন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিকিৎসক বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ও ছেলে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নিল সাহা (১৯)। বাসুদেব সাহার গাড়ির চালক আজিজুর ইসলাম (৪৪)। বাকি চারজনের মধ্যে মোটসাইকেল চালক-আরোহী কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের অনীক মিয়া (২৮) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)। ধানমাড়াইয়ের কাজে থাকা দম্পতি ফিরোজ মোল্লা (৪৮) ও রুমা বেগম (৪০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ বাসযাত্রী। এরমধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ব্যক্তিগত প্রাইভেটকারে করে বারডেম হাসপাতালের চিকিৎসক গোপালগঞ্জের প্রফুল্ল কুমার সাহার ছেলে বাসুদেব সাহা স্ত্রী ও সন্তানকে নিয়ে গোপালগঞ্জ আসছিলেন। অপরদিকে কাশিয়ানীর ফুকরা থেকে একটি মোটরসাইকেল নিয়ে নবদম্পতি অনিক মিয়া ও জেসমিন আক্তার গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অপর একটি নসিমনকে সাইড দিতে গেলে প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে ধান মাড়াইরত মেশিনের ওপর ছিটকে পড়ে এবং যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর উল্টে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
মো. শহিদুল আলম নামে রাজিব পরিবহনের এক যাত্রী বলেন, তিনি বরগুনার পাথরঘাটা থেকে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনায় পতিত বাসটির পেছনের দিকের সিটে তিনি ছিলেন। বাসটির গতি অনেক বেশি থাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তার ওপর উল্টে যায়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মহাসড়কে ধান মাড়াই ও দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।
চিকিৎসক পরিবারের নিহতের ঘটনায় বিএমএর শোক : বারডেম জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের ডা. বাসুদেব সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ও ছেলে স্বপ্নিল সাহার (১৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোকবার্তায় নেতৃদ্বয় নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের চমেক-৩১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে গতকাল ভোর সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে গেলে ২ তরুণ নিহত হয়েছে। সকালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে ভটভটি উল্টে আব্দুর রহমান (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন। টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মুন্সীগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ২ তরুণ নিহত : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে গেলে ২ তরুণ নিহত হয়েছ। এ ঘটনায় আরেক তরুণ আহত হয়েছে। গতকাল ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের মানিক মিয়ার ছেলে জিসান মিয়া (১৯) ও একই গ্রামের স্বর্গতুল্লাহর ছেলে মো. ফাহিম (১৬)। আহত অবস্থায় অপর তরুণ জাহিদ হাসানকে (১৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদীতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত : পাবনার ঈশ্বরদীতে ভটভটি উল্টে আব্দুর রহমান (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি ভটভটিতে কুষ্টিয়ায় গরু কিনতে যাচ্ছিলেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ী আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত : টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ২৫ যাত্রী। শামীম প্রান্তিক পরিবহনের চালক ছিলেন। গতকাল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ ঘটনা ঘটে। মধুপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মামুনুর রশিদ বলেন, নিহত চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৫ মে, ২০২২ ০০:০০

অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তান নিয়ে ব্যক্তিগত প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন বারডেম হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক বাসুদেব সাহা। কাশিয়ানীর ফুকরা থেকে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন অনিক মিয়া ও জেসমিন আক্তার নামে নবদম্পতি। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সড়কের পাশে ধানমাড়াইয়ের কাজ করছিলেন আরেক দম্পতি ফিরোজ ও রুমা। মুহূর্তেই গাড়ির চাকায় থেমে যায় তাদের জীবনের চাকা। প্রাইভেটকার-মোটরসাইকেল-বাস ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারায় তিন দম্পতিসহ ৯ জন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিকিৎসক বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ও ছেলে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্নিল সাহা (১৯)। বাসুদেব সাহার গাড়ির চালক আজিজুর ইসলাম (৪৪)। বাকি চারজনের মধ্যে মোটসাইকেল চালক-আরোহী কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের অনীক মিয়া (২৮) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)। ধানমাড়াইয়ের কাজে থাকা দম্পতি ফিরোজ মোল্লা (৪৮) ও রুমা বেগম (৪০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ বাসযাত্রী। এরমধ্যে ২০ জনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ব্যক্তিগত প্রাইভেটকারে করে বারডেম হাসপাতালের চিকিৎসক গোপালগঞ্জের প্রফুল্ল কুমার সাহার ছেলে বাসুদেব সাহা স্ত্রী ও সন্তানকে নিয়ে গোপালগঞ্জ আসছিলেন। অপরদিকে কাশিয়ানীর ফুকরা থেকে একটি মোটরসাইকেল নিয়ে নবদম্পতি অনিক মিয়া ও জেসমিন আক্তার গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অপর একটি নসিমনকে সাইড দিতে গেলে প্রাইভেটকারের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটে। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে ধান মাড়াইরত মেশিনের ওপর ছিটকে পড়ে এবং যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর উল্টে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
মো. শহিদুল আলম নামে রাজিব পরিবহনের এক যাত্রী বলেন, তিনি বরগুনার পাথরঘাটা থেকে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনায় পতিত বাসটির পেছনের দিকের সিটে তিনি ছিলেন। বাসটির গতি অনেক বেশি থাকায় চালক বাসটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তার ওপর উল্টে যায়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মহাসড়কে ধান মাড়াই ও দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।
চিকিৎসক পরিবারের নিহতের ঘটনায় বিএমএর শোক : বারডেম জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের ডা. বাসুদেব সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ও ছেলে স্বপ্নিল সাহার (১৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোকবার্তায় নেতৃদ্বয় নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের চমেক-৩১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে গতকাল ভোর সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে গেলে ২ তরুণ নিহত হয়েছে। সকালে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে ভটভটি উল্টে আব্দুর রহমান (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হন। টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
মুন্সীগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ২ তরুণ নিহত : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে গেলে ২ তরুণ নিহত হয়েছ। এ ঘটনায় আরেক তরুণ আহত হয়েছে। গতকাল ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের মানিক মিয়ার ছেলে জিসান মিয়া (১৯) ও একই গ্রামের স্বর্গতুল্লাহর ছেলে মো. ফাহিম (১৬)। আহত অবস্থায় অপর তরুণ জাহিদ হাসানকে (১৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদীতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত : পাবনার ঈশ্বরদীতে ভটভটি উল্টে আব্দুর রহমান (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি ভটভটিতে কুষ্টিয়ায় গরু কিনতে যাচ্ছিলেন।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ী আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত : টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ২৫ যাত্রী। শামীম প্রান্তিক পরিবহনের চালক ছিলেন। গতকাল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ ঘটনা ঘটে। মধুপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মামুনুর রশিদ বলেন, নিহত চালকের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।