ফোর্বসের থার্টি আন্ডার তালিকায় ৭ বাংলাদেশি
রূপান্তর ডেস্ক | ২৭ মে, ২০২২ ০০:০০
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এ বছরের জন্য ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকার এশিয়া ক্লাসে স্থান পেয়েছেন সাত বাংলাদেশি তরুণ। গত বুধবার বাণিজ্যিক সাময়িকীটি তাদের সপ্তম এশিয়া থার্টি আন্ডার থার্টি তালিকা প্রকাশ করে।
২০১৬ থেকে ২০২০ পর্যন্ত এ তালিকায় মোট নয় বাংলাদেশি জায়গা করে নিয়েছেন। ২০২১ সালে নয় বাংলাদেশি কাজের জন্য তালিকায় অন্তর্ভুক্ত হন। ১০টি ক্যাটাগরির প্রতিটির জন্য ৩০ জনকে নির্বাচন করা হয়। তালিকায় রাখা হয় এশিয়ার ৩০ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবকদের।
এবার ফোর্বসের এ তালিকায় নাম আসা দুই বাংলাদেশি তরুণ হলেন শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মাদ তাকি ইয়াসির। তালিকায় সামাজিক প্রভাব (সোশাল ইম্প্যাক্ট) ক্যাটাগরিতে তাদের অন্তর্ভুক্ত করেছে সাময়িকীটি।
একই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাটলের সহ-প্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী ও জাওয়াদ জাহাঙ্গীর। শিল্প, উৎপাদন ও জ্বালানি বিভাগে তালিকায় জায়গা করে নিয়েছেন বন্ডস্টেইন টেকনোলজির সহ-প্রতিষ্ঠাতা জাফির শাফী চৌধুরী ও মির শাহরুখ ইসলাম। আর এন্টারপ্রাইজ টেকনোলজি বিভাগে স্থান করে নিয়েছেন অ্যালিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান।
ফোর্বস বলছে, চলমান ভ্রমণ বিধিনিষেধ থেকে শুরু করে সরবরাহ চেইন ব্যাহত হওয়া পর্যন্ত বিশ্বের এই অংশের কার্যক্রম স্বাভাবিক ছিল না। কিন্তু এসব প্রতিবন্ধকতা এই অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের নতুন ধারণার চেষ্টা, সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে তোলা উদ্যোগ এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের নিজস্ব কার্যক্রম থেমে যায়নি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ মে, ২০২২ ০০:০০

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এ বছরের জন্য ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকার এশিয়া ক্লাসে স্থান পেয়েছেন সাত বাংলাদেশি তরুণ। গত বুধবার বাণিজ্যিক সাময়িকীটি তাদের সপ্তম এশিয়া থার্টি আন্ডার থার্টি তালিকা প্রকাশ করে।
২০১৬ থেকে ২০২০ পর্যন্ত এ তালিকায় মোট নয় বাংলাদেশি জায়গা করে নিয়েছেন। ২০২১ সালে নয় বাংলাদেশি কাজের জন্য তালিকায় অন্তর্ভুক্ত হন। ১০টি ক্যাটাগরির প্রতিটির জন্য ৩০ জনকে নির্বাচন করা হয়। তালিকায় রাখা হয় এশিয়ার ৩০ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবকদের।
এবার ফোর্বসের এ তালিকায় নাম আসা দুই বাংলাদেশি তরুণ হলেন শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মাদ তাকি ইয়াসির। তালিকায় সামাজিক প্রভাব (সোশাল ইম্প্যাক্ট) ক্যাটাগরিতে তাদের অন্তর্ভুক্ত করেছে সাময়িকীটি।
একই ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাটলের সহ-প্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী ও জাওয়াদ জাহাঙ্গীর। শিল্প, উৎপাদন ও জ্বালানি বিভাগে তালিকায় জায়গা করে নিয়েছেন বন্ডস্টেইন টেকনোলজির সহ-প্রতিষ্ঠাতা জাফির শাফী চৌধুরী ও মির শাহরুখ ইসলাম। আর এন্টারপ্রাইজ টেকনোলজি বিভাগে স্থান করে নিয়েছেন অ্যালিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান।
ফোর্বস বলছে, চলমান ভ্রমণ বিধিনিষেধ থেকে শুরু করে সরবরাহ চেইন ব্যাহত হওয়া পর্যন্ত বিশ্বের এই অংশের কার্যক্রম স্বাভাবিক ছিল না। কিন্তু এসব প্রতিবন্ধকতা এই অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের নতুন ধারণার চেষ্টা, সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে তোলা উদ্যোগ এবং কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের নিজস্ব কার্যক্রম থেমে যায়নি।