ঈদের আগে ১০ দিন মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করা হয়েছে। ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধ করতে হবে।
গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে শ্রম আইন অনুযায়ী গত সোমবার থেকে সারা দেশে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগের দিন রবিবার শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে দোকান-মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিপণিবিতানগুলো ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি তোলা হয়েছিল। তখন তাদের অনুরোধ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করা হয়েছে। ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধ করতে হবে।
গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে শ্রম আইন অনুযায়ী গত সোমবার থেকে সারা দেশে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগের দিন রবিবার শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে দোকান-মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিপণিবিতানগুলো ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি তোলা হয়েছিল। তখন তাদের অনুরোধ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।