দেশে বন্যায় ৭১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ২৪ জুন, ২০২২ ০০:০০
দেশের ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের ১৮৫টি উপজেলার মধ্যে ৬৫টি প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত এসব এলাকায় ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে, ভূমিধসে এবং নানা আঘাতজনিত কারণে ৬৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের এ তথ্য ছাড়াও আরও তিনজনের মৃত্যু তথ্য এসেছে দেশ রূপান্তরের হাতে। এ নিয়ে দেশে বন্যায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭১ জনে।
অধিদপ্তরের তথ্য বলছে, এবার পানিতে ডুবে মারা গেছে সর্বোচ্চ ৪৫ জন। এছাড়া বন্যায় মৃতদের মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন এবং রংপুর বিভাগের ৪ জন রয়েছেন।
বন্যাদুর্গত ৬৫ উপজেলার ৪২১ ইউনিয়নে ২০০৬টি মেডিকেল টিম কাজ করছে। সেসব এলাকায় গতকাল পর্যন্ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন, আরটিআইতে ১৫, বজ্রপাতে ২ জন, পানিতে ডুবে ২০ জন, চর্মরোগে ২০ জন, চোখের প্রদাহে ১৫ জন, অন্যান্যভাবে আঘাত পেয়েছেন ২৫ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত ৪ হাজার ৪৮ জনের মধ্যে ডায়রিয়ায় ২ হাজার ৮৯৫ জন, শ্বাসনালির প্রদাহজনিত রোগ রেসপেরেটরি ট্র্যাক ইনফেকশনে (আরটিআই) ১১৮ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে ৪ জন, পানিতে ডুবে ৪৩ জন, চর্মরোগে ১৯৫ জন, চোখের প্রদাহে ৭৫ জন, অন্যান্য আঘাতে ৬৪ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৬৪০ জন। এছাড়া বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে ১ জন, পানিতে ডুবে ৪৫ জন এবং অন্যান্য আঘাতে ৭ জনের মৃত্যু হয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ জুন, ২০২২ ০০:০০

দেশের ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের ১৮৫টি উপজেলার মধ্যে ৬৫টি প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত এসব এলাকায় ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে, ভূমিধসে এবং নানা আঘাতজনিত কারণে ৬৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের এ তথ্য ছাড়াও আরও তিনজনের মৃত্যু তথ্য এসেছে দেশ রূপান্তরের হাতে। এ নিয়ে দেশে বন্যায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭১ জনে।
অধিদপ্তরের তথ্য বলছে, এবার পানিতে ডুবে মারা গেছে সর্বোচ্চ ৪৫ জন। এছাড়া বন্যায় মৃতদের মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন এবং রংপুর বিভাগের ৪ জন রয়েছেন।
বন্যাদুর্গত ৬৫ উপজেলার ৪২১ ইউনিয়নে ২০০৬টি মেডিকেল টিম কাজ করছে। সেসব এলাকায় গতকাল পর্যন্ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন, আরটিআইতে ১৫, বজ্রপাতে ২ জন, পানিতে ডুবে ২০ জন, চর্মরোগে ২০ জন, চোখের প্রদাহে ১৫ জন, অন্যান্যভাবে আঘাত পেয়েছেন ২৫ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত ৪ হাজার ৪৮ জনের মধ্যে ডায়রিয়ায় ২ হাজার ৮৯৫ জন, শ্বাসনালির প্রদাহজনিত রোগ রেসপেরেটরি ট্র্যাক ইনফেকশনে (আরটিআই) ১১৮ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে ৪ জন, পানিতে ডুবে ৪৩ জন, চর্মরোগে ১৯৫ জন, চোখের প্রদাহে ৭৫ জন, অন্যান্য আঘাতে ৬৪ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৬৪০ জন। এছাড়া বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে ১ জন, পানিতে ডুবে ৪৫ জন এবং অন্যান্য আঘাতে ৭ জনের মৃত্যু হয়েছে।