মোটরসাইকেলে ঈদযাত্রা
প্রাণ গেল মা মেয়ের, বাবা-ছেলে হাসপাতালে
দিনাজপুর প্রতিনিধি ও বগুড়া সংবাদদাতা | ৭ জুলাই, ২০২২ ০০:০০
দিনাজপুরের বিরগঞ্জ থেকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়িতে ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী ফাইমা বেগম (৩০) ও মেয়ে বিউটি (১৩)। গুরুতর অবস্থায় শিক্ষক ও তার ১৮ মাস বয়সী শিশুসন্তান সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, এবারের ঈদের আগে ও পরে ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়। আজ বৃহস্পতিবার থেকে সেই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর আগেই গতকাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলো পরিবারটি।
শিক্ষক মোহাম্মদ হোসাইনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে। তিনি বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক। একইসঙ্গে তেঘরা গ্রামে ভাড়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মহাসড়কে মোটরসাইকেল নিষেধাজ্ঞার আগেই স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, ঈদের ছুটি পাওয়ায় বুধবার ভোরে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি মোটরসাইকেলে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পেছন দিক থেকে তেলবাহী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় মোহাম্মদ হোসাইন ও শিশু ছেলে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাসের চাকায় পিষ্ট হয়ে তহশিলদার নিহত : দিনাজপুর বীরগঞ্জের বাসা থেকে পার্বতীপুরের কর্মস্থলের দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে এক তহশিলদার নিহত হয়েছেন। তার নাম সাহিদুর রহমান (৫০)। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ১৬ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ও দশমাইল হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ জানান, বীরগঞ্জের বাসা থেকে পার্বতীপুরের কর্মস্থলের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার ১৬ মাইলে পেছন দিক থেকে আসা খলিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান সাহিদুর রহমান। এসময় ওই কোচের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১ : বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় সেনাবাহিনী ও বিজিবির চারজন সদস্যসহ দশজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসান জানান, রংপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহন দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান এবং দশজন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
শেয়ার করুন
দিনাজপুর প্রতিনিধি ও বগুড়া সংবাদদাতা | ৭ জুলাই, ২০২২ ০০:০০

দিনাজপুরের বিরগঞ্জ থেকে মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়িতে ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্ত্রী ফাইমা বেগম (৩০) ও মেয়ে বিউটি (১৩)। গুরুতর অবস্থায় শিক্ষক ও তার ১৮ মাস বয়সী শিশুসন্তান সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, এবারের ঈদের আগে ও পরে ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়। আজ বৃহস্পতিবার থেকে সেই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এর আগেই গতকাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলো পরিবারটি।
শিক্ষক মোহাম্মদ হোসাইনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামে। তিনি বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক। একইসঙ্গে তেঘরা গ্রামে ভাড়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মহাসড়কে মোটরসাইকেল নিষেধাজ্ঞার আগেই স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, ঈদের ছুটি পাওয়ায় বুধবার ভোরে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি মোটরসাইকেলে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পেছন দিক থেকে তেলবাহী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় মোহাম্মদ হোসাইন ও শিশু ছেলে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাসের চাকায় পিষ্ট হয়ে তহশিলদার নিহত : দিনাজপুর বীরগঞ্জের বাসা থেকে পার্বতীপুরের কর্মস্থলের দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে এক তহশিলদার নিহত হয়েছেন। তার নাম সাহিদুর রহমান (৫০)। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ১৬ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ও দশমাইল হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ জানান, বীরগঞ্জের বাসা থেকে পার্বতীপুরের কর্মস্থলের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার ১৬ মাইলে পেছন দিক থেকে আসা খলিল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান সাহিদুর রহমান। এসময় ওই কোচের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১ : বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় সেনাবাহিনী ও বিজিবির চারজন সদস্যসহ দশজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসান জানান, রংপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহন দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান এবং দশজন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।